সিলেট ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০১৬
নিউ সিলেট ডেস্ক ::::: নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে যে মুখগুলো দেখার সম্ভাবনা জোরদার হয়েছে, এর মধ্যে কমপক্ষে তিনজন কট্টর ‘মুসলিম-বিদ্বেষী’থাকায় রীতিমতো উদ্বেগে রয়েছে গোটা মুসলিম বিশ্ব। ট্রাম্পের এই তিন সেনাপতির মধ্যে রয়েছেন নতুন অ্যাটর্নি জেনারেল, সিআইএ-র ডিরেক্টর ও সম্ভাব্য জাতীয় নিরাপত্তা উপদেষ্টা।
হোয়াইট হাউসের বিদায়ী ও নতুন কর্মকর্তাদের আশঙ্কা, এর ফলে যুক্তরাষ্ট্রের ‘বন্ধু রাষ্ট্র’ বলে পরিচিত আরব দেশগুলোর সঙ্গে ট্রাম্প প্রশাসনের সম্পর্কের সমীকরণ বদলে যেতে পারে।
মার্কিন মানবাধিকার সংগঠনগুলোর দাবি, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাইকেল ফ্লিনকে নতুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে মনোনীত করায় সবচেয়ে বেশি উদ্বিগ্ন মুসলিমরা। মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা এজেন্সির প্রাক্তন প্রধান ফ্লিন বেশ কয়েকবার মুসলিমদের ‘ক্যান্সার’ রোগের সঙ্গে তুলনা করেছিলেন। ফ্লিন বলেছিলেন, মার্কিন মুলুকে মুসলিমদের সম্পর্কে যে ভয়টা রয়েছে তা রীতিমতো যুক্তিযুক্ত।
ট্রাম্প যাকে পরবর্তী অ্যাটর্নি জেনারেল হিসেবে বেছে রেখেছেন তিনি হলেন সেনেটর জেফ সেশন্স। যিনি প্যারিস হামলার পর যুক্তরাষ্ট্রে সাময়িক ভাবে মুসলিম অনুপ্রবেশের বিরোধিতা করেছিলেন এবং ইসলামকে বলেছিলেন ‘বিষাক্ত মতাদর্শ’।
সিআইএ-র নতুন ডিরেক্টর হতে যাচ্ছেন মাইক পম্পি। পম্পি মিশরের ‘মুসলিম ব্রাদারহু়ড’কে মার্কিন মুলুকে নিষিদ্ধ করার বিলটি আনার ক্ষেত্রে মূল ভূমিকা নিয়েছিলেন।
এ তিনজনকে এতো বড় বড় পদে নিয়োগে যে কেবল মুসলিমদেরই উদ্বেগের কারণ আছে, তা মনে করছে না মার্কিন সংবাদমাধ্যম। তারা বলছে, এই সাম্প্রদায়িক ও কট্টর মানসিকতার ব্যক্তিদের এতো দায়িত্বশীল জায়গায় নিয়োগে মুসলিম আমেরিকান জনপদ এবং মুসলিম বিশ্বের পাশাপাশি চিন্তার ভাঁজ পড়ছে উদার আমেরিকানদের কপালেও।20/11/16-dt/ns/-
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি