অস্ট্রেলিয়া দলে পরিবর্তন নতুন চারমুখ

প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০১৬

অস্ট্রেলিয়া দলে পরিবর্তন নতুন চারমুখ

নিউ সিলেট ডেস্ক :::::  হোবার্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইনিংস ও ৮০ রানের পরাজয় পেয়েছিল অস্ট্রেলিয়া। এরপরই দলের কোচ ড্যারেন লেহম্যান ইঙ্গিত দিয়েছিলেন দলে বড় পরিবর্তনের। আর তাই হয়েছে। রবিবার (২০ নভেম্বর) অ্যাডিলেডে প্রোটিয়াদের বিপক্ষে শেষ টেস্টের জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আর সেখানে বাদ পড়েছেন পাঁচজন আর যোগ দিচ্ছে নতুন চার মুখ।
অস্ট্রেলিয়া দলের কোচ আগেই নিশ্চিত করেছিলেন স্টিভেন স্মিথ, ডেভিড ওর্য়ানার, মিচল স্টার্ক ও হ্যাজলউড ছাড়া আর কেউই পরের টেস্টে নিশ্চিত নয়। তবে এ চারজনের পাশাপাশি উসমান খাজা এবং নাথান লায়নও রয়েছেন আগে থেকে।
ঘোষিত নতুন স্কোয়াড থেকে হোবার্ট টেস্টে খেলা পাঁচজন ক্রিকেটার বাদ পড়েছেন। এরা হলেন, জো বার্নস, অ্যাডাম ভোজেস, কালাম ফার্গুসন, পিটার নেভিল এবং জো মিনি। আর জায়গা পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা চার ক্রিকেটার। তারা হলেন, ম্যাথু রেনশ, পিটার হ্যান্ডসকম্ব, নিক ম্যাডিনসন ও চাড সাইর। নতুন করে দলে ফিরেছেন ম্যাথু ওয়েড ও ফাস্ট বোলার জ্যাকসন বার্ড।
অস্ট্রেলিয়া স্কোয়াড : স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড ওর্য়ানার, মিচেল স্টার্ক, নাথান লায়ন, উসমান খাজা, জশ হ্যাজেলউড, জ্যাকসন বার্ড, ম্যাথু ওয়েড, ম্যাথু রেন শ, পিটার হ্যান্ডকম্ব, নিক ম্যাডিনসন, চাড সাইর।20/11/16-tr24/ns/-



This post has been seen 360 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১