দেশে ফিরলেন মিসবাহ

প্রকাশিত: ৬:১৭ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০১৬

দেশে ফিরলেন মিসবাহ

নিউ সিলেট ডেস্ক ::::   নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি বাজেভাবে হেরে বসেছে পাকিস্তান। আগামী ২৫ নভেম্বর হ্যামিল্টনে সিরিজের শেষ ম্যাচটি খেলতে নামবে তারা। তবে এ ম্যাচের আগেই দেশে ফিরে গিয়েছেন পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল-হক।
ক্রাইস্টচার্চের টেস্ট দিয়ে অনন্য এক মাইলফলকে নাম লিখিয়েছেন মিসবাহ। তা হলো পাকিস্তানের একমাত্র অধিনায়ক হিসেবে ৫০তম টেস্টে নেতৃত্ব দেওয়া। তবে হঠাৎ করেই শ্বশুরের মৃত্যুসংবাদে দেশে ফিরে গিয়েছেন এই সিনিয়র ক্রিকেটার।
বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন মিসবাহর শ্বশুর। রবিবার সকালে মিসবাহর স্ত্রী উজমা-উল-হক টুইট করেন, বাবা মারা গেছেন একটু আগে। আমি আর মিসবাহ পাকিস্তান ফিরে যাচ্ছি।
এ বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড জানায়, ২৫ নভেম্বর থেকে হতে যাওয়া হ্যামিল্টন টেস্টে মিসবাহর বদলে নেতৃত্ব দিবেন আজহার আলী।
মিসবাহর অনুপস্থিতিতে দলকে সামনে থেকে নেতৃত্ব দিবেন আজহার আলী। তবে তার পরিবর্তে দলে কে জায়গা পাবেন তা এখনো জানায়নি বোর্ড।
২০১০ সাল থেকে পাকিস্তান টেস্ট দলের নেতৃত্ব দিয়ে আসছেন মিসবাহ। এ নিয়ে তিনি মাত্র দুটি টেস্ট মিস করতে যাচ্ছেন। মিসবাহর অনুপস্থিতি পাকিস্তান দলে বেশ প্রভাব ফেলবে। তার ওপর আবার ক্রাইস্টচার্চ টেস্টে লজ্জাজনক হারের পর দল এমনিতেই একটু চাপে রয়েছে।20/11/16-tr24/ns/-



This post has been seen 336 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১