জেলা পরিষদ নির্বাচনে নাম পাঠানোর অনুরোধ আ’লীগের

প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০১৬

জেলা পরিষদ নির্বাচনে নাম পাঠানোর অনুরোধ আ’লীগের

নিউ সিলেট ডেস্ক :::::   আসন্ন জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদের জন্য প্রতিটি জেলার ১৫টি ওয়ার্ড থেকে ১৫ জন ও সংরক্ষিত ৫ জন মহিলা সদস্যের নাম সুপারিশ আকারে পাঠানোর জন্য জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি অনুরোধ জানানো হয়েছে। আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের পক্ষ থেকে জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে পাঠানো চিঠির মাধ্যমে এ অনুরোধ জানানো হয়।
চিঠিতে আগামী ২৩ নভেম্বর দুপুর ২টার মধ্যে দলীয় সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে (বাড়ি-৫১/এ, সড়ক-৩/এ, ধানমণ্ডি আ/এ, ঢাকা) সদস্যের নাম পাঠানোর জন্য বলা হয়েছে।
রবিবার (২০ নভেম্বর) দলের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৮ নভেম্বর আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থীদের নাম পাঠানোর এ অনুরোধ জানানো হয়েছে।20/11/16-tr24/ns/-



This post has been seen 337 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১