সিলেট ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:৫০ পূর্বাহ্ণ, নভেম্বর ২১, ২০১৬
নিউ সিলেট ডেস্ক ::::: জাহাঙ্গীরগর বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির প্রলোভন দেখিয়ে টাকা আদায়ের চেষ্টায় ৫ জনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ঘটনায় মোট ১৭ জনকে আটক করা হলেও ১২ জনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ না থাকায় তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। অপর ৫ জনকে আশুলিয়া থানায় পুলিশের কাছে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রবিবার (২০ নভেম্বর) ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন- ভোলা জেলার সদর উপজেলার মোরশেদ আলম জামান ও মাহবুবুর রহমান, ঢাকা মিরপুরের সোয়েব আলম চৌধুরী, পাবনা জেলার আশিক করিম এবং দিনাজপুর জেলার পীরগঞ্জ উপজেলার মনিরুল ইসলাম।
জানা যায়, বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশ থেকে সন্দেহ জনক ভাবে ৭ জনকে আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীন। পরবর্তীতে আটকদের দেওয়া তথ্য অনুযায়ী বাকি ১০ জনকে আটক করা হয়।
পরবর্তীতে জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে নেওয়া হয়। এ সময় আশুলিয়া থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। জিজ্ঞাসাবাদ শেষে সোমবার রাত ২টার দিকে ১২ জনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয় এবং ৫ জনকে আটক করা হয়।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়ে দেওয়া হবে-এমন প্রলোভন দেখিয়ে ছাত্রদের কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করে তারা।
এ বিষয়ে প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা বলেন, কোনো প্রমাণ না পাওয়ায় ১২ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এবং অভিযোগের প্রমাণ পাওয়ায় বাকি ৫ জনকে আশুলিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।21/11/16-tr/ns/-
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি