শিগগিরই টিভি চ্যানেল ওয়েজ বোর্ডের আওতায় আনা হবে : তথ্যমন্ত্রী

প্রকাশিত: ১:১৯ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০১৬

শিগগিরই টিভি চ্যানেল ওয়েজ বোর্ডের আওতায় আনা হবে : তথ্যমন্ত্রী

নিউ সিলেট ডেস্ক :::::   তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, দেশে গণমাধ্যমের জন্য ওয়েজ বোর্ড আছে কিন্ত তা বাস্তবায়ন নেই, বিশেষ করে টিভি চ্যানেলে। তাই সব টেলিভিশনের সংবাদকর্মী এবং কলাকৌশলীদের ওয়েজ বোর্ডের আওতায় আনা হবে।
সোমবার রাজধানীর সেগুনবাগিচায় এক রেস্টুরেন্টে ‘বিশ্ব টেলিভিশন দিবস-২০১৬’ উপলক্ষে ‘সম্প্রচার সাংবাদিকতার উন্নয়ন অগ্রগতি প্রেক্ষাপট বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বৈঠকের আয়োজন করে মিডিয়া মিউজিয়াম অব বাংলাদেশ।
তথ্যমন্ত্রী বলেন, তবে তা (টিভি চ্যানেলে ওয়েজবোর্ড) প্রচলিত আইনের আওতায় আনা সম্ভব নয়। এজন্য ৭৪ সালের আইন চেঞ্জ করতে হবে। আমরা এ উদ্যোগ হাতে নিয়েছি। শিগগিরই তা বাস্তবায়ন করা হবে।
চ্যানেলগুলোকে ডিজিটাল মিডিয়ার আওতায় আনার আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের চলতে হবে। তাই এর আধুনিকায়ন করতে হবে। দেশের গণতন্ত্র ও গণমাধ্যমকে প্রতিষ্ঠানিক রূপ দিতে হবে। এজন্য যেসব সংস্কার করা দরকার তা করতে হবে।
তিনি বলেন, বর্তমানে গণমাধ্যমের প্রধান হুমকি জঙ্গিবাদ মাফিয়া চক্র। আর এ হুমকিকে মোকাবিলায় সরকার ও মিডিয়াকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী।
বৈঠকে মিডিয়া মিউজিয়াম অব বাংলাদেশ’র প্রধান নির্বাহী এমএম বাদশাহ বলেন, ‘স্বাধীন বাংলাদেশের সংবাদ, সাংবাদিক এবং সাংবাদিকতার ৪৪ বছরের ইতিহাসে বরাবরই সাংবাদিকদের ওপর হামলা,নির্যাতনের ঘটনা ঘটেছে।
তথ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে তিনি বলেন, দেশে বর্তমানে ৪৪টি টেলিভিশন, ২২টি এফএম রেডিও, ৩২টি কমিউনিটি রেডিও, এক হাজার ১৮৭টি দৈনিক পত্রিকা এবং শতাধিক অনলাইন পত্রিকা রয়েছে।
মিডিয়া মিউজিয়াম অব বাংলাদেশ’র পরিচালক (অপারেশন্স) রিদওয়ান করীম তুহিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. একেএম আব্দুল মোমেন, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক আহমেদ রাজু প্রমুখ।21/11/16-n24/ns/-



This post has been seen 342 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১