আ.লীগ নেত্রী স্বপ্না আক্তার খুনের ঘটনায় মামলা

প্রকাশিত: ১২:০২ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০১৭

আ.লীগ নেত্রী স্বপ্না আক্তার খুনের ঘটনায় মামলা

নিউ সিলেট ডেস্ক : দুর্বৃত্তদের হামলায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক স্বপ্না আক্তার (৪০) নিহত হওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত মধ্যরাতে স্বপ্নার বড় ভাই আমির হোসেন বাদী ৬/৭ জনের বিরুদ্ধে নবীনগর থানায় মামলাটি দায়ের করেন। স্বপ্নার যাদের সঙ্গে রাজনৈতিক ও ব্যক্তিগত বিরোধ রয়েছে তাদেরকেই এ মামলায় আসামি করা হয়েছে বলে জানা গেছে। এ হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ একজনকে আটক করেছে। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) চিত্ত রঞ্জন পাল মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল বুধবার রাত ৯টার দিকে নবীনগর উপজেলার বাঙ্গরা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দুর্বৃত্তদের হাতে খুন হন স্বপ্না আক্তার। এদিন সন্ধ্যায় উপজেলার সাতমোড়া ইউনিয়নের দশমৌজা এলাকায় দলীয় একটি সভা শেষে সিএনজিচালিত অটোরিকশায় করে স্বপ্না তার নিজ বাড়ি জিনোদপুর ইউনিয়নের চারপাড়া গ্রামে যাচ্ছিলেন। পথে বাঙ্গরা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়র সামনে দুর্বৃত্তদের হামলার শিকার হন তিনি।n24/ns/-



This post has been seen 253 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১