মুন্সীগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিলে লাঠিচার্জ, আহত ১০

প্রকাশিত: ১:৩৫ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০১৬

মুন্সীগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিলে লাঠিচার্জ, আহত ১০

নিউ সিলেট ডেস্ক :::::   মুন্সীগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ।
১৫ আগস্ট জাতীয় শোক দিবসে খালেদা জিয়ার জন্মদিন পালনের মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আয়োজিত বিক্ষোভ মিছিলে লাঠিচার্জ করে।এতে বিএনপির ১০ নেতা-কর্মী আহত হন। আহতদের সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
সোমবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে মুন্সীগঞ্জ জেলা বিএনপির নেতা কর্মীরা দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করতে চাইলে পুলিশ বেধড়ক লাঠিচার্জ শুরু করে। এতে দলীয় ১০ নেতাকর্মী আহত হন।
আহতরা হলেন-বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, জেলা বিএনপির যুগ্ন-সম্পাদক আতোয়ার হোসেন বাবুল, কোষাধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব চেয়ারম্যান, সদর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহবুব হাসান সোহাগ প্রমুখ।
সোহাগকে বেধড়ক লাঠিপেটা করে পুলিশ আটক করে নিয়ে যায়। পরে তাকে ছেড়ে দেওয়া হয়।
স্থানীয় নেতারা জানান, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বিভিন্ন স্থান থেকে দলীয় নেতাকর্মীরা পার্টি অফিসে এসে জড়ো হতে থাকেন। সেখান থেকে বিক্ষোভ মিছিল করতে গেলে পুলিশ লাঠিচার্জ শুরু করে।
তবে মুন্সীগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) মো. মফিজুর রহমান লাঠিচার্জের বিষয়টি অস্বীকার করে বলেন, পুলিশের পক্ষ থেকে কোন লাঠিচার্জ করা হয়নি। দলীয় কার্যালয়ে তাদের সমাগম বেশি থাকায় আমরা অবস্থান করি। পরে আমাদের উপস্থিতি দেখে তারা বিভিন্ন স্থানে চলে যায়।21/11/16-tr24/ns/-



This post has been seen 281 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১