সাংবাদিককে মারধর, ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক

প্রকাশিত: ১১:৪৮ পূর্বাহ্ণ, নভেম্বর ২৯, ২০১৭

সাংবাদিককে মারধর, ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক

নিউ সিলেট ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে চ্যানেল টোয়েন্টিফোরের সাংবাদিক শামীমা সুলতানা ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সাংবাদিক মাসুম বিল্লাহ সন্ত্রাসী হামালার শিকার হয়েছেন। এই হামলার ঘটনার অভিযোগে ছাত্রলীগের চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন- ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল শাখার সহ সম্পাদক আহমেদ ফয়সাল, একই হল শাখার ছাত্রলীগের কর্মী আশরাফুল ইসলাম, আনোয়ারুল কবির ও তোফায়েল হোসেন।
আটকৃতরা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী এবং বিজয় একাত্তর হল শাখা ছাত্রলীগের সভাপতি ফকির রাসেল আহমেদের অনুসারী হিসেবে পরিচিত।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, রাত সাড়ে নয়টার দিকে বেসরকারি টিভি চ্যানেল-২৪ এর সাংবাদিক শামীমা সুলতানা ও অনলাইন নিউজ পোর্টাল বিডি নিউজ ২৪ এর সাংবাদিক মাসুম বিল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে বসে কথা বলছিলেন। এ সময় ছাত্রলীগের চার নেতা কর্মী এসে তাদের পরিচয় জানতে চান। দুই সাংবাদিক বলেন, তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। এই পরিচয় পাওয়ার পরও তাদের বহিরাগত বলে মারধর করে। ওই সময় অন্য দুই সাংবাদিক এ ঘটনা দেখে এগিয়ে গিয়ে হামলার শিকার দুই সাংবাদিককে উদ্ধার করেন। খবর পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতারা ঘটনাস্থলে গিয়ে হামলাকারী ছাত্রলীগের চার নেতা-কর্মীকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করে।
যোগাযোগ করা হলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এ বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবিদ আল হাসান বলেন, হামলাকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।tr24/ns/-



This post has been seen 388 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১