খুলনা সিটি করপোর্রেশনের মেয়র পদে পুনর্বহাল মনিরুজ্জামান মনি

প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০১৬

খুলনা সিটি করপোর্রেশনের মেয়র পদে পুনর্বহাল মনিরুজ্জামান মনি

নিউ সিলেট ডেস্ক :::::   খুলনা সিটি করপোরেশনের মেয়র পদে পুনর্বহাল হলেন মনিরুজ্জামান মনি।
আদালতের রায় অনুযায়ী মনিকে পুনর্বহাল করে সোমবার স্থানীয় সরকার বিভাগ থেকে আদেশ জারি করা হয়েছে।
বিএনপি সমর্থক মনিকে সাময়িক বরখাস্ত করে গত বছরের ২ নভেম্বর আদেশ জারি করে স্থানীয় সরকার বিভাগ। বিএনপির অবরোধের সময় গাড়িতে অগ্নিসংযোগ ও পুলিশের ওপর হামলার মামলায় মনিরুজ্জামানের বিরুদ্ধে পুলিশের দেওয়া অভিযোগপত্র আদালত গ্রহণ করায় এ পদক্ষেপ নিয়েছিল সরকার।
মনিরুজ্জামান হাইকোর্ট বিভাগে বরখাস্তের আদেশের বিরুদ্ধে রিট করলে গত ৭ জুন হাইকোর্ট স্থানীয় সরকার বিভাগের সাময়িক বরখাস্তের আদেশের ওপর ৬ মাসের স্থগিতাদেশ দেন। পরে এ আদেশের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। গত ১৩ নভেম্বর আপিল বিভাগে রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ হয়ে যায়।
এরই পরিপ্রেক্ষিতে বরখাস্তের আদেশটির কার্যকারিতা স্থগিত করে মনিরুজ্জামানকে মেয়র পদে পুনর্বহাল করল স্থানীয় সরকার বিভাগ।21/11/16-tr/ns/-



This post has been seen 457 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১