বিএনপির ১৬ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০১৬

বিএনপির ১৬ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

নিউ সিলেট ডেস্ক :::::   মিরপুর মডেল থানায় দায়ের করা নাশকতা মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রেস সচিব মারুফ কামাল খানসহ ১৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।আজ ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ পরোয়ানা জারির আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, নাশকতার অভিযোগ এনে ২০১৫ সালের ১৯ মার্চ মিরপুর মডেল থানার এএসআই খন্দকার রাজিব বাদি হয়ে মামলা করেন।
২০১৬ সালের ৭ আগস্ট মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক আরিফুর রহমান বিস্ফোরক আইনে বিএনপি নেতা রফিকুল ইসলাম মিয়া, বরকতউল্লাহ বুলু, আজিজুল বারী হেলাল, শামসুর রহমান শিমুল বিশ্বাস, মারুফ কামাল খানসহ ৩৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। মামলার উল্লেখযোগ্য অপর আসামিদের মধ্যে রযেছেন, বিএনপি নেতা সাইফুল ইসলাম নিরব ও মীর সরাফত আলী সফু।
সোমবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা মিরপুর মডেল থানার বিস্ফোরক আইনের এই মামলার অভিযোগ আমলে নেন এবং বিএনপি নেতা বরকতউল্লাহ বুলু, আজিজুল বারী হেলাল ও মারুফ কামাল খানসহ ১৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
এ মামলায় বিএনপি নেতা ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ও আমান উল্লাহ আমানসহ ১৮ জন জামিনে এবং ২ আসামি কারাগারে রয়েছেন।21/11/16-tr/ns/-



This post has been seen 330 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১