কিশোরগঞ্জে মা, ছেলে ও মেয়েকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০১৭

কিশোরগঞ্জে মা, ছেলে ও মেয়েকে কুপিয়ে হত্যা

নিউ সিলেট ডেস্ক : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মা,মেয়ে ও ছেলেকে কুপিয়ে হত্যা করেছেন ঘাতক আবদুল কবির মবিন।নিহতরা হলেন- মা তাসলিমা খাতুন, ছেলে নিলয় এবং মেয়ে রাইসা। ধৃতকে আটক করেছে পুলিশ। শনিবার ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার জাঙালিয়া ইউনিয়নের তারাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত তাসলিমা খাতুনের স্বামী মোশাররফের সঙ্গে ঘাতক মবিনের জায়গা-জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এর জের ধরে ভোরে মবিন তাসলিমা খাতুনকে কোপাতে থাকেন। এ সময় ছেলে নিলয় এবং মেয়ে রাইসা এগিয়ে এলে তাদেরও কুপিয়ে জখম করে। এতে তাসলিমা ও নিলয় ঘটনাস্থলেই মারা যান। মুমূর্ষু অবস্থায় মেয়ে রাইসাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সেও মারা যায় বলে জানান নিহতের স্বজনরা।
এদিকে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘাতক আবদুল কবির মবিনকে আটক করেছে।
পাকুন্দিয়া থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে এই ঘটনা ঘটেছে। মবিনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।
ঘাতক মবিন কিশোরগঞ্জ সরকারি গুরুদয়াল কলেজের মাস্টার্সের ছাত্র বলে জানা গেছে।dt/ns/-



This post has been seen 279 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১