সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০১৬
নিউ সিলেট ডেস্ক ::::: পাবনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। পাবনা সদরের হেমায়েতপুর ইউনিয়নের গাফুরাবাদ গ্রামে সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ কারখানার সন্ধান পাওয়া যায়।
ঘটনাস্থল থেকে প্রায় ৫০টি অসম্পূর্ণ রিভলভার ও অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জামাদিসহ রেজাউল করিম (৩৮) নামে একজনকে আটক করা হয়। রেজাউল করিম গাফুরাবাদ গ্রামের শাহজাহান মল্লিকের ছেলে।
পাবনার পুলিশ সুপার (এসপি) জিহাদুল কবির দুপুরে নিজ কার্যালয় মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
এসপি জানান, পাবনা সদর উপজেলার গাফুরাবাদ গ্রামের একটি বাড়িতে অস্ত্র তৈরি হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে দুপুরে সেখানে পুলিশ সদস্যরা ঘিরে ফেলে। পরে সেখানে অভিযান চালিয়ে অস্ত্র তৈরি করা অবস্থায় রেজাউল করিমকে আটক করা হয়। এ সময় প্রায় ৫০টি অর্ধ সম্পূর্ণ রিভলভার, লেদ মেশিন, টুল বক্সসহ বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামাদি জব্দ করা হয়।
এ বিষয়ে আটক রেজাউল করিম সাংবাদিকদের জানান, ২০১০ সালে মালয়েশিয়া থেকে ফিরে ভারত থেকে একটি অস্ত্রের নমুনা সংগ্রহ করেন তিনি। এরপর থেকে সেই নমুনা অনুযায়ী এ অস্ত্র তৈরি করা হতো।
পুলিশ সুপার জিহাদুল কবির বলেন, ‘রেজাউল দীর্ঘদিন ধরে বাণিজ্যিকভাবে অস্ত্র তৈরি করে আসছিল। আমার জানা মতে পাশের জেলার লোকজন পাবনা থেকে অস্ত্র ক্রয় করে। সে মূলত পেশাদার অস্ত্র তৈরির কারিগর।
রেজাউলকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে বলেও জানান তিনি।21/11/16-pb/ns/-
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি