আনিসুল হক’র ঢাকার উত্তর সিটি উপনির্বাচন ফেব্রুয়ারিতে

প্রকাশিত: ১০:৫০ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০১৭

আনিসুল হক’র ঢাকার উত্তর সিটি উপনির্বাচন ফেব্রুয়ারিতে

নিউ সিলেট ডেস্ক : সদ্য প্রয়াত ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক’র মৃত্যুতে শুন্য হওয়ায়  আগামী ফেব্রুয়ারিতে (ডিএনসিসি) উপনির্বাচন করতে চায় নির্বাচন কমিশন। মেয়রের আসন শূন্য ঘোষণার ৯০ দিনের মধ্যে এই সিটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এমনটিই জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) ভারপ্রাপ্ত সচিব হেলাল উদ্দিন আহমেদ। রবিবার নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
হেলাল উদ্দিন আহমেদ বলেন, আসন শূন্য ঘোষণার বিষয়টি মন্ত্রণালয়ের বিষয়। স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে আসন শূন্য ঘোষণা করে আমাদের চিঠি দিলেই নিয়ম অনুযায়ী ৯০ দিনের মধ্যে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, দলীয় প্রতীকে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, চার মাস আগে যুক্তরাজ্যে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক। এরপর প্রায় সাড়ে তিন মাস লন্ডনের হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ৩০ নভেম্বর রাতে মৃত্যুবরণ করেন তিনি। গতকাল শনিবার তার দাফন সম্পন্ন হয়েছে। আনিসুল হকের মৃত্যুর পর ঢাকা উত্তরের মেয়র পদটি শূন্য হয়েছে।pb/ns/-



This post has been seen 349 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১