সিলেট ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০১৬
নিউ সিলেট ডেস্ক ::::: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে পক্ষে-বিপক্ষে যে দ্বন্দ্ব চলছে তা সমাধানের লক্ষ্যে সোমবার নারায়ণগঞ্জের সকল নেতৃত্বকে দলের সভানেত্রীর কার্যালয়ে ডেকেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরেরদিন মঙ্গলবার বিকেলে গণভবনে তাদের ডেকেছেন প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনা। এ ব্যাপারে কেউ দলীয় সিদ্ধান্তের বাইরে গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে আওয়ামী লীগ।
এ বিষয়ে দলের সিদ্ধান্তের বিপক্ষে গিয়ে কেউ কাজ করলে কী ধরনের শাস্তি হতে পারে এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুর রহমান এমপি বলেন, মতাদর্শগত দ্বন্দ্ব কম-বেশি সব সময় ছিলো, আছে এবং ভবিষ্যতেও হয়তো থাকবে। তবে, আপাতদৃষ্টিতে আপনারা নারায়ণগঞ্জের যে দ্বন্দ্ব দেখছেন তার অবসান হবে বলে প্রত্যাশা রাখি। দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদেশ হলো, দল যাকে মনোনীত করবে তার পক্ষ হয়ে কাজ করতে হবে। তারই প্রাথমিক কাজের অংশ হিসেবে তাদের তলব করা হয়েছে। দলের সভাপতি ও সাধারণ সম্পাদক এর একটা সমাধান করে দেবেন। আশা করি নারায়ণগঞ্জের আওয়ামী লীগ নেতারাও সেটা মেনে নেবেন এবং মনোনীত প্রার্থীর হয়ে কাজ করবেন। প্রধানমন্ত্রীর এই আহবানের পরও যারা দলের সিদ্ধান্তের বিরুদ্ধে কাজ করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।21/11/16-tr/ns/-
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি