সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০১৬
নিউ সিলেট ডেস্ক :::: দেশের সশস্ত্রবাহিনীকে কখনো ক্ষমতা দখলের হাতিয়ার হিসেবে ব্যবহার করেননি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেনাকুঞ্জে সোমবার বিকেলে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
দেশের যেকোনো প্রয়োজনে সশস্ত্রবাহিনীকে নিবেদিত থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, অসাধারণ কর্ম তৎপরতার ধারাবাহিকতা ভবিষ্যতেও দেশ মাতৃকার কল্যাণ ও সার্বভৌমত্ব রক্ষাসহ জাতির যেকোনো প্রয়োজনে সশস্ত্রবাহিনীর সদস্য সব সময় নিবেদিত থাকবেন, এটাই আমার প্রত্যাশা।
সশস্ত্রবাহিনীর প্রশংসা করে তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার সুমহান দায়িত্ব সশস্ত্রবাহিনীর হাতে ন্যস্ত। সেই পবিত্র দায়িত্ব পালনের পাশাপাশি সশস্ত্রবাহিনীর দেশপ্রেমিক সদস্যরা প্রাকৃতিক দুর্যেোগ মোকাবেলা, দেশের উন্নয়ন কার্যক্রম ও আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আমরা কারোর কাছে হাত পেতে ভিক্ষা নিতে পারি না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শুধু দেশেই নয়, বহির্বিশ্বেও সশস্ত্রবাহিনীর সদস্যদের সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে বাংলাদেশের ভাবমূর্তি আরো বেশি উজ্জ্বল করতে হবে।
দেশের সশস্ত্রবাহিনীর কল্যাণে বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সরকার সশস্ত্রবাহিনীর আধুনিকায়ন, ভৌত ও অবকাঠামোগত উন্নয়ন ও বিবিধ কল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে বদ্ধপরিকর। জাতির বীর সন্তান মুক্তিযোদ্ধাদের সঠিক মর্যাদায় পুনঃপ্রতিষ্ঠিত করতে ও তাদের অবদানের সর্বোচ্চ স্বীকৃতি দিতে আমাদের সরকার নিরন্তর কাজ করে যাচ্ছে।
বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের দরবারে আমাদের দেশ আজ উন্নয়নের রোল মডেল। অনেকেই আমাকে প্রশ্ন করেন-আপনারা যে এতো উন্নয়ন করছেন ম্যাজিকটা কী। আমার উত্তর, এখানে কোনো ম্যাজিক নেই। রয়েছে আন্তরিকতা।
শেখ হাসিনা বলেন, আমরা যখনই সরকারে আসি আমাদের আন্তরিকতা থাকে কীভাবে দেশকে আরও উন্নত করবো। সমৃদ্ধশালী করবো। বিজয়ী জাতি হিসেবে বিশ্বের দরবারে কীভাবে মাথা উঁচু করে চলবো সেইভাবেই আমরা এ দেশকে গড়ে তুলতে চাই। জাতীর প্রতি কর্তব্যবোধ থেকে কাজ করি বলেই আজকে বাংলাদেশ উন্নয়ন করতে পারছে।
বাংলাদেশের মাথাপিছু আয় বেড়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের মাথাপিছু আয় বাড়ার সঙ্গে বেড়েছে রিজার্ভ। আমরা বাজেটের পরিমাণ বৃদ্ধি করেছি। উন্নয়ন প্রকল্পের ৯০ ভাগ স্বঅর্থায়নে বাস্তবায়ন করি। পরনির্ভরশীলতা না। নিজের পায়ে দাঁড়িয়ে মাথা উঁচু করে আমরা চলবো সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।21/11/16-pb/ns/-
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি