মিয়ানমারের রাখাইন রাজ্যেএক গ্রামেই রোহিঙ্গাদের হাজারো বাড়ি ধ্বংস

প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০১৬

মিয়ানমারের রাখাইন রাজ্যেএক গ্রামেই রোহিঙ্গাদের হাজারো বাড়ি ধ্বংস

নিউ সিলেট ডেস্ক :::::  মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের একটি গ্রামের এক হাজারেরও বেশি বাড়ি ধ্বংস করা হয়েছে। স্যাটেলাইটে ধারণ করা বিভিন্ন চিত্র বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। খবর বিবিসির।
সোমবার এক প্রতিবেদনে রাখাইন রাজ্যের পরিস্থিতি তুলে ধরা হয়। তবে দেশটির সরকার বরাবরই এসব কথা অস্বীকার করে আসছে।
বাংলাদেশ সীমান্তের কাছাকাছি মিয়ানমারের রাখাইন রাজ্যে গত অক্টোবর থেকে দেশটির সেনাবাহিনী অভিযান চালাচ্ছে। এই অভিযানে রাখাইনে বসবাসরত রোহিঙ্গা মুসলমানদেরকে নির্বিচারে হত্যা, নারীদের ধর্ষণ, তাদের বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের ব্যাপক অভিযোগও উঠেছে সেনাবাহিনীর বিরুদ্ধে।
জাতিসংঘ বলছে, সহিংসতার ঘটনায় এ পর্যন্ত সেখানকার ত্রিশ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে। অক্টোবরের শুরু থেকেই মিয়ানমারের রাখাইন সীমান্ত চৌকিতে একটি হামলার জের ধরে অভিযান শুরু করে সেনাবাহিনী।
সেনাবাহিনী ৬৯ জন রাখাইনকে হত্যার কথা স্বীকার করেছে। তবে মানবাধিকার কর্মীরা বলছেন, নিহতের সংখ্যা আরো বেশি। এ পর্যন্ত চারশ’য়ের বেশি নাগরিককে তারা আটক করেছে বলে রাষ্ট্রীয় মাধ্যমের খবরে জানানো হয়েছে।
রাখাইন রাজ্যে সেনাবাহিনীর অভিযান শুরুর পর থেকেই নাফ নদী পার হয়ে বাংলাদেশের টেকনাফে ঢোকার চেষ্টা করেছে রোহিঙ্গা মুসলিমরা।21/11/16-n24/ns/-



This post has been seen 357 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১