সিলেট ৩১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১লা শাবান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:২৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১২, ২০১৭
নিউ সিলেট ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘ওয়ান প্ল্যানেট সামিটে’ যোগ দিতে ফ্রান্সের রাজধানী প্যারিস পৌঁছেছেন। ফ্রান্সের স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে প্যারিসের চার্জ দ্য গোল বিমানবন্দরে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের বিমানটি অবতরণ করে। প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানান ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন। এ সময় প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানাও ছিলেন। বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী সরাসরি ইন্টারন্টিনেন্টাল প্যারিস লো গ্রান্ডে যান। তিন দিনের এই সফরে প্রধানমন্ত্রী এখানেই অবস্থান করবেন।
এর আগে সোমবার সকালে ঢাকা থেকে রওনা হয়ে দুবাইয়ে দেড় ঘণ্টা যাত্রাবিরতি দিয়ে প্যারিসের পথে যাত্রা করেছিলেন শেখ হাসিনা।
মঙ্গলবার প্যারিসে ‘ওয়ান প্ল্যানেট সামিট’ অনুষ্ঠিত হবে। বিকালে সম্মেলনে বিশ্ব নেতাদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী। তার আগে সকালে ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এছাড়া ফরাসি প্রেসিডেন্টের দেওয়া মধ্যাহ্নভোজেও অংশ নেবেন প্রধানমন্ত্রী।
জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় অভিন্ন প্রচেষ্টা এগিয়ে নিতে সরকারি ও বেসরকারি অর্থায়নের কর্মপন্থা নির্ধারণই এই সম্মেলনের মূল লক্ষ্য। রাতে প্যারিসে প্রবাসী বাংলাদেশিদের এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
এই সফর শেষে বুধবার দেশের উদ্যেশে রওনা দিবেন শেখ হাসিনা।dt/ns/-
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি