যুবলীগ থেকে ভূমিমন্ত্রীর ছেলে বহিষ্কার

প্রকাশিত: ১১:২৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০১৭

যুবলীগ থেকে ভূমিমন্ত্রীর ছেলে বহিষ্কার

নিউ সিলেট ডেস্ক : সাংবাদিকদের মারধরের ঘটনায় রেশ ধরে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে শিরহান শরীফ তমালকে দল থেকে বিহষ্কার করেছে যুবলীগ। তমাল বর্তমানে এই ঘটনায় করা মামলায় কারাগারে রয়েছে। কারাগারে যাওয়ার পর ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার’অভিযোগে তমালকে বহিষ্কার করেছে যুবলীগ। বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ।
তমাল ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি ছিলেন। গত ২৯ নভেম্বর রূপপুর পারমাণবিক প্রকল্প এলাকায় চার সাংবাদিককে মারধরের ঘটনায় বুধবার তাকে কারাগারে পাঠায় পাবনার আদালত।
রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক আবু মোহাম্মদ নাসিম পাভেল বলেছেন, গত এক বছরে তমালের নানা অপকর্মে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দলের মধ্যে গ্রুপিং ও নিজ দলের কর্মীদের ওপর হামলা, বাড়িঘর ভাংচুরসহ নানা অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। যুবলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ভাঙচুরের এক ঘটনায় গত মে মাসে ক্ষমতাসীন আওয়ামী লীগের এই সহযোগী সংগঠনের ঈশ্বরদী উপজেলা কমিটি স্থগিত করা হয়েছিল। ওই ঘটনায় দায়ের করা মামলায় দুই মাস কারাগারে থাকার পর জামিন পান তমাল। জামিনে থাকা অবস্থায় গত ২৯ নভেম্বর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এলাকায় তমাল ও তার সহযোগীদের মারধরের শিকার হন চার সাংবাদিক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি সৈকত আফরোজ আসাদ, এটিএন নিউজের রিজভী রাইসুল জয়, ডিবিসি নিউজের প্রতিনিধি পার্থ হাসান ও সময় টিভির ক্যামেরাম্যান মিলন হোসেন ওই হামলায় আহত হন। ওই ঘটনায় ঈশ্বরদী থানায় পার্থর দায়ের করা মামলায় বুধবার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেছিলেন তমাল। কিন্তু বিচারক সেই আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।tr24/ns/-



This post has been seen 295 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১