তাইপেকে ৪-২ গোলে হারিয়ে সেমিতে বাংলাদেশ

প্রকাশিত: ৮:৫৬ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০১৬

তাইপেকে ৪-২ গোলে হারিয়ে সেমিতে বাংলাদেশ

নিউ সিলেট ডেস্ক :::: হংকংয়ে চলমান এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) কাপের দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছে বাংলাদেশ। সোমবার হংকংয়ের কিংস পার্ক স্টেডিয়ামে অনুষ্ঠিত নিজেদের দ্বিতীয় ম্যাচে জিমিরা ৪-২ গোলে হারিয়েছে চাইনিজ তাইপেকে।
প্রথম ম্যাচে লাল-সবুজ জার্সিধারীরা একই ব্যবধানে হারিয়েছিল স্বাগতিক হংকংকে। টানা দুই জয়ে টুর্নামেন্টের শিরোপা ধরে রাখার পথে আরেক ধাপ এগিয়ে গেলো জিমি-চয়নরা। এ জয়ে নিশ্চিত হয়েছে বাংলাদেশের সেমিফাইনাল।
১৭ মিনিটে বাংলাদেশকে এগিয়ে দেন মিডফিল্ডার রোমান সরকার। ২৪ মিনিটে ব্যবধান বাড়ান পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ আশরাফুল ইসলাম। ২৯ মিনিটে অধিনায়ক রাসেল মাহমুদ জিমির ফিল্ড গোলে বাংলাদেশ এগিয়ে যায় ৩-০ ব্যবধানে।
এ স্কোরেই বিরতিতে যায় বাংলাদেশ। তবে দ্বিতীয়ার্ধের শুরুটা ভীতিকর হয়ে উঠে লাল-সবুজদের। ৪১ মিনিটে লু সাং তিং ফিল্ড গোল করে ব্যবধান কমান। ৭ মিনিট পর ব্যবধান ৩-২ করে চাইনিজ তাইপে। পেনাল্টি স্ট্রোকে গোল করেন মিয়েন ইং সেন। ৫২ মিনিটে বাংলাদেশের আরেক পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ মামুনুর রহমান চয়ন দলের চতুর্থ গোল করেন।
বুধবার গ্রুপের শেষ খেলায় ম্যাকাওর বিপক্ষে খেলবে বাংলাদেশ।21/11/16-n24/ns/-



This post has been seen 309 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১