অতিরিক্ত ‘মদপানে’ রাজধানীতে তরুণীর মৃত্যু

প্রকাশিত: ৮:৫১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০১৭

অতিরিক্ত ‘মদপানে’ রাজধানীতে তরুণীর মৃত্যু

নিউ সিলেট ডেস্ক :  অতিরিক্ত ‘মদপানে’ রাজধানীর শনির আখড়ায় এক তরুণীর মৃত্যু ঘটেছে। নিহত তরুণী আঁখি আক্তার (২৫), তিনি চট্টগ্রাম থেকে শনিবার ঢাকায় আসেন এবং শারমিন আক্তার নামে এক বান্ধবীর বাসায় ওঠেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক আঁখিকে মৃত ঘোষণা করেন।
নিহতের বান্ধবী শারমিন জানান, চার মাস আগে আঁখির সঙ্গে চট্টগ্রামের একটি আবাসিক হোটেলে পরিচয় হয় তার। সেই সূত্র ধরে দুজনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। শুক্রবার রাতে চট্টগ্রাম থেকে শারমিন ও আঁখি ঢাকায় আসেন। আঁখি সঙ্গে আনা একটি বোতল থেকে একাধিকবার তরল জাতীয় কিছু পান করছিলেন। বিকেলে এক পর্যায়ে আঁখি অসুস্থ হয়ে পড়লে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। এসময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে শারমিন মৃত আঁখির বাড়িঘর বা তার আত্মীয় স্বজনের ঠিকানা জানেন না বলেও জানান।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, চিকিৎসকরা জানিয়েছেন অজ্ঞাত বিষক্রিয়ায় তার মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।pb/ns/-



This post has been seen 504 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১