সিলেট ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:০৬ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০১৬
নিউ সিলেট ডেস্ক ::::: কারো জন্যই নতুন নয়। ফিনা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অংশ নেয়ার অভিজ্ঞতা আছে মাহফিজুর রহমান সাগর, মাহফুজা খাতুন শিলা আর জুয়েল আহমেদের। তারপরও আন্তর্জাতিক সাঁতারের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর বলে কথা।
দেশের এ তিন তারকা সাঁতারুই এখন অপেক্ষার দিন গুনছেন কানাডার উইন্ডসনের পুলে নামার। মিরপুর সুইমিংপুলে সাঁতারের প্রস্তুতি চলছে প্রতিনিয়ত। একই সঙ্গে চলছে কানাডা যাওয়ার প্রস্তুতিও। ফেডারেশনের কর্মকর্তারা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে দৌড়ঝাপ করছেন সাঁতার দলের জিও এবং অন্যান্য প্রয়োজনী কাজ সারতে।
তিন সাঁতারুর সঙ্গে যাচ্ছেন তিন কর্মকর্তাও। সাবেক তারকা সাঁতারু মাহফুজা রহমান তানিয়া দেবেন ৬ সদস্যের দলের নেতৃত্ব। সঙ্গে থাকবেন আমিরুল ইসলাম ও জসিম উদ্দিন খসরু।
পুলের লড়াই শুরুর আগে সেখানে আছে কর্মকর্তাদের সভা। তাই তো সাঁতারুদের দু’দিন আগেই কানাডা যেতে হচ্ছে কর্মকর্তাদের। তারা কানাডার উদ্দেশ্যে উড়াল দেবেন ২ ডিসেম্বর। সাঁতারুদের ফ্লাইট এর দু’দিন পর। যদিও খেলোয়াড়-কর্মকর্তাদের সরকারী আদেশ এখনো মেলেনি। বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক রফিজ উদ্দিন শুনিয়েছেন আশার কথা, ‘মঙ্গলবার জিও হয়ে যাবে বলে আশা করছি।’
কানাডার অন্তারিও‘র উইন্ডসনে ১৩তম ওয়ার্ল্ড সুইমিং চ্যাম্পিয়নশিপ শুরু হবে আগামী ৬ ডিসেম্বর। ২৫ মিটার পুলের (শর্ট কোর্স) ৬ দিনব্যাপী এ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের ৩ সাঁতারু অংশ নেবেন দুটি করে ইভেন্টে। সাগর অংশ নেবেন ৫০ ও ১০০ মিটার ফ্রি স্টাইলে, শিলা ৫০ ও ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে এবং জুয়েল ৫০ ও ১০০ মিটার ব্যাক স্ট্রোকে।
দেশের সাঁতারে এ মুহুর্তে বড় তারকা মাহফুজা খাতুন শিলা। গত এসএ গেমসে দুটি স্বর্ণ জিতে উজ্জ্বল করেছেন দেশের মুখ। এখন যেখানেই যাক, তাকে নিয়ে স্বপ্ন দেখে বাংলাদেশ; কিন্তু বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপের মতো আসরে টাইমিংয়ের উন্নতি করা ছাড়া আর কোনো লক্ষ্যই থাকে না। থাকার কথাও নয়।
‘এর আগে আমি দুটি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছি। একটি ২০১০ সালে দুবাইয়ে, আরেকটি ২০১৩ সালে বার্সেলোনায়। বরাবরই আমার লক্ষ্য থাকে কিভাবে নিজের সেরা টাইমিং করা যায়। এখানেও তাই। ৫০ মিটারে আমার আগের সেরা টাইমিং ৩৪. ৬৬ সেকেন্ড এবং ১০০ মিটারে ১.১৭ মিনিট’- জাগো নিউজকে বলেছেন শিলা।
ঠিক একই লক্ষ্য মাহফিজুর রহমান সাগরের। এর আগে ৫টি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছেন তিনি। ৫০ মিটারে ২৩.৯২ সেকেন্ড ও ১০০ মিটারে ৫২.১২ সেকেন্ড তার আগের সেরা টাইমিং। ‘আমি চেষ্ট করবো এ টাইমিং যেন আরো কমিয়ে আনতে পারি। এর বাইরে আর কোনো লক্ষ্য নিয়ে তো আমরা এত বড় আসরে অংশ নিতে যাই না। সেরা টাইমিং করে যেন ফিরতে পারি সে চেষ্টাই করবো’- বলেছেন সাগর।
তিন সাঁতারুর মধ্যে সবচেয়ে জুনিয়র জুয়েল আহমেদ। তবে তিনিও গত বছর রাশিয়ায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে (৫০ মিটার পুল) অংশ নিয়েছেন। গত এসএ গেমসে ৫টি ব্রোঞ্জ পাওয়া তরুণ এ সাঁতারুর ৫০ মিটারে আগের সেরা টাইমিং ২৮.৭৯ সেকেন্ড এবং ১০০ মিটারে ১.২:৯৭ মিনিট। ‘আশা করি, নিজের টাইমিং আরো ভালো করতে পারবো। যেহেতু টাইমিংটা ভালো করাই লক্ষ্য তাই চেষ্টা থাকবে যতটা ভালো করা যায়’- বলেছেন জুয়েল আহমেদ।
বাংলাদেশের ৩ সাঁতারুর মধ্যে সাগর পুলে নামবেন ৮ ডিসেম্বর ১০০ মিটারে এবং ১০ ডিসেম্বর ৫০ মিটারে। শিলার ইভেন্ট ৬ ডিসেম্বর ৫০ মিটার ও ৯ ডিসেম্বর ১০০ মিটার। জুয়েল আহমেদ ৫০ মিটার সাঁতরাবেন ৬ ডিসেম্বর ও ১০০ মিটার ৮ ডিসেম্বর।
কানাডাগামী সাঁতার দলের নেতা মাহফুজা রহমান তানিয়া জাগো নিউজকে বলেন, ‘ওখানে সভা থাকার কারণে আমাদের দুই দিন আগে যেতে হবে। অফিসিয়ালদের অন্য দুই জন আগে চলে আসলেও সাঁতারুদের ইভেন্ট শেষে তাদের নিয়ে আমি ফিরবো ১১ ডিসেম্বর।21/11/16-n24/ns/-
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি