সিলেট ২৮শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৮শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১:৩১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০১৭
নিউ সিলেট ডেস্ক : জামায়াতসহ নিবন্ধন বাতিল করা দলের সদস্যরা যাতে কোনো দলের হয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে এ বিষয়ে ব্যবস্থা নিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদাকে অনুরোধ জানিয়েছে তিনটি বাম দল।আজ মঙ্গলবার দুপুরে অাগারগাঁওস্থ নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের জানিয়েছেন সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।
মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, অামরা বলেছি যাদের নিবন্ধন বাতিল ঘোষণা করা হয়েছে। সেসব দলের সদস্যরা যাতে অন্য দলের প্রার্থী হতে না পারে সেই বিষয়ে নজর রাখা। অন্য দলের হয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে চাইলে তাদেরকে সংশ্লিষ্ট সেই দলের সদস্য হওয়ার বয়স কমপক্ষে ৫ বছর হতে হবে।
নির্বাচন কমিশনের উদ্যোগে প্রার্থীদের জন্য পরিচিতি সভার অায়োজন ও নির্বাচনে প্রার্থীদের ব্যয় বাড়ানোর বিপক্ষেও মত দেন তিনি।
এছাড়া রংপুর সিটি করপোরেশনে প্রার্থীরা অাচরণ বিধি ভঙ্গ করে নির্বাচনী যে ব্যয়সীমা রয়েছে, তার থেকে বেশি টাকা ব্যয় করছেন বলেও তিনি অভিযোগ করেন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য তিন দলের পক্ষ থেকে বৈঠকে সিইসিকে লিখিত ১৮টি লিখিত প্রস্তাবনা দেয়া হয়।
দলগুলোর পক্ষ থেকে অারো উপস্থিত ছিলেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক শাহ অালম, অাব্দুল্লাহ অাল কাফি রতন, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, দলের কেন্দ্রীয় কমিটির সদস্য জাহিদুল হক মিলু, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ও দলটির রাজনৈতিক পরিষদের সদস্য অাকবর খান।pb/ns/-
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি