জামায়াতের সদস্যদের নির্বাচনে নিষিদ্ধের আহ্বান সিইসির প্রতি সেলিমের

প্রকাশিত: ১:৩১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০১৭

জামায়াতের সদস্যদের নির্বাচনে নিষিদ্ধের আহ্বান সিইসির প্রতি সেলিমের

নিউ সিলেট ডেস্ক : জামায়াতসহ নিবন্ধন বাতিল করা দলের সদস্যরা যাতে কোনো দলের হয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে এ বিষয়ে ব্যবস্থা নিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদাকে অনুরোধ জানিয়েছে তিনটি বাম দল।আজ  মঙ্গলবার দুপুরে অাগারগাঁওস্থ নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের জানিয়েছেন সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।
মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, অামরা বলেছি যাদের নিবন্ধন বাতিল ঘোষণা করা হয়েছে। সেসব দলের সদস্যরা যাতে অন্য দলের প্রার্থী হতে না পারে সেই বিষয়ে নজর রাখা। অন্য দলের হয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে চাইলে তাদেরকে সংশ্লিষ্ট সেই দলের সদস্য হওয়ার বয়স কমপক্ষে ৫ বছর হতে হবে।
নির্বাচন কমিশনের উদ্যোগে প্রার্থীদের জন্য পরিচিতি সভার অায়োজন ও নির্বাচনে প্রার্থীদের ব্যয় বাড়ানোর বিপক্ষেও মত দেন তিনি।
এছাড়া রংপুর সিটি করপোরেশনে প্রার্থীরা অাচরণ বিধি ভঙ্গ করে নির্বাচনী যে ব্যয়সীমা রয়েছে, তার থেকে বেশি টাকা ব্যয় করছেন বলেও তিনি অভিযোগ করেন।  অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য তিন দলের পক্ষ থেকে বৈঠকে সিইসিকে লিখিত ১৮টি লিখিত প্রস্তাবনা দেয়া হয়।
দলগুলোর পক্ষ থেকে অারো উপস্থিত ছিলেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক শাহ অালম, অাব্দুল্লাহ অাল কাফি রতন, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, দলের কেন্দ্রীয় কমিটির সদস্য জাহিদুল হক মিলু, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ও দলটির রাজনৈতিক পরিষদের সদস্য অাকবর খান।pb/ns/-



This post has been seen 280 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১