সিলেট ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ২:২৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০১৭
নিউ সিলেট ডেস্ক : রাজধানীর মগবাজার এলাকার ফ্লাইওভারে বাসের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় তার ছেলে গুরুত্বর আহত হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম (৪৫)। আহত ছেলের নাম সাইফুল ইসলাম শুভ (২০)। তারা গ্রামের বাড়ি কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার উজানজোড়া গ্রামে। টঙ্গীর দত্তপাড়া এলাকায় থাকেন তারা। আহত ছেলেকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, শফিকুল ইসলামের বাড়ি কুমিল্লার দেবীদ্বার উপজেলায়। তিনি সপরিবারে টঙ্গীর দত্তপাড়া এলাকায় থাকেন। রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকায় এক অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তিনি সপরিবারে ঢাকায় আসছিলেন। রাত সাড়ে নয়টার দিকে তিনি স্ত্রী, ছেলে ও সাত বছরের শিশুকন্যাকে নিয়ে ফ্লাইওভারের ওপরেই বাস থেকে নামেন। এ সময় অপর একটি বাস দ্রুতগতিতে এসে তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে বাবা ও ছেলে গুরুতর আহত হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১২টার দিকে বাবা শফিকুল ইসলাম মারা যান। ছেলে সাইফুল ওই হাসপাতালে চিকিৎসাধীন। মা-মেয়েকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তারা আশঙ্কামুক্ত।tr24/ns/-
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি