ইংলিশদের উড়িয়ে ভারতের জয়

প্রকাশিত: ৯:১২ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০১৬

ইংলিশদের উড়িয়ে ভারতের জয়

নিউ সিলেট ডেস্ক :::::  বিশাখাপত্তনমে সিরিজের দ্বিতীয় টেস্টে জয় তুলে নিয়েছে স্বাগতিক ভারত। রাজকোট টেস্ট ড্রয়ের পর এই ম্যাচটি দুই দলের জন্যই ছিল এগিয়ে যাওয়ার ম্যাচ। আর এতে সফল হলো স্বাগতিকরাই। স্পিনারদের ঘূর্ণি বোলিংয়ে ২৪৬ রানের বিশাল জয় তুলে নিয়েছে বিরাট কোহলির দল। ফলে সিরিজটিতে ১-০ ব্যবধানে এগিয়ে রইল স্বাগতিকরা।
তবে ম্যাচে যে ভারতই জয় পেতে যাচ্ছে তা অনেকটা অনুমিতই ছিল। কেননা ম্যাচের পঞ্চম দিনে ভারতীয় বোলারদের আধিপত্যই ছিল বেশি। এদিন খেলতে নেমে লাঞ্চের আগেই ইংলিশদের পাঁচ উইকেট তুলে নেয় তারা।
চতুর্থ দিনে ব্যাটিংয়ে নেমে ইংল্যান্ডের দুই উইকেট পড়েছিল। পরে শেষ দিনের এক সেশনেই পাঁচ উইকেট হারায় ইংল্যান্ড। আর বাকি তিন উইকেট নিতে তেমন একটা অপেক্ষা করতে হয়নি স্বাগতিকদের। শেষ ২৯ রানে উইকেট তিনটি তুলে নিয়েছে তারা।
ইংল্যান্ডের সবচেয়ে বড় স্তম্ভ জো রুটকে ফিরিয়ে আসল ধাক্কাটা দেন মোহাম্মদ শামি। ক্রিজে থিতু হয়ে বসা রুটকে ২৫ রানে প্যাভিলিয়নের পথ ধরান তিনি। এর আগে ডাকেটকে রানের খাতা খোলার আগেই ফিরিয়ে দিনের শুরুটা দারুণ করেন রবিচন্দ্রন অশ্বিন।
ইংলিশদের হয়ে সর্বোচ্চ ৫৪ রান করেন দলপতি অ্যালেস্টার কুক। এছাড়া হাসিব হামিদ ২৫ এবং জনি বেয়ারস্টো ৩৪ রানে অপরাজিত থাকেন। এছাড়া আর কোনো ব্যাটসম্যানই দুই অংকের ঘরে পা রাখতে পারেননি। ফলে ১৫৮ রানেই গুটিয়ে যায় তাদের দ্বিতীয় ইনিংস।
ভারতের হয়ে ৩টি করে উইকেট নেন অশ্বিন এবং জয়ন্ত যাদব। আর দুটি করে উইকেট নিয়েছেন সামি ও জাদেজা।
এর আগে টসে জিতে বিরাট কোহলির দল বিশাখাপত্তনমে প্রথম ইনিংসে ৪৫৫ রান সংগ্রহ করে। তার জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শেষে ইংলিশদের সংগ্রহ ছিল ৫ উইকেটে ১০৩ রান। আর তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ২৫৫ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ডের প্রথম ইনিংস। পরে কোহলির দল ২০০ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে। তাদের ইনিংস ২০৪ রানে থামলে ইংলিশদের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ৪০৫ রানের।
ম্যাচসেরার পুরস্কারটি তুলে নিয়েছেন ভারতের দলপতি বিরাট কোহলি।21/11/16-tr24/ns/-
সংক্ষিপ্ত স্কোর
ভারত : ৪৫৫/১০, ২০৪/১০
ইংল্যান্ড : ২৫৫/১০, ১৫৮/১০
ফল : ভারত ২৪৬ রানে জয়ী
ম্যাচসেরা : বিরাট কোহলি



This post has been seen 364 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১