সেনাবাহিনীর শৃঙ্খলার জন্য স্যালুট করি : ওবায়দুল কাদের

প্রকাশিত: ৯:২৩ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০১৬

সেনাবাহিনীর শৃঙ্খলার জন্য স্যালুট করি :  ওবায়দুল কাদের

নিউ সিলেট ডেস্ক :::::  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যোগাযোগ মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ পার্টনার সেনাবাহিনী। সড়ক যোগাযোগে যে বিপ্লব ঘটছে তাতে সেনাবাহিনীর ভূমিকা অত্যন্ত অনস্বীকার্য। অন্যান্য মন্ত্রণালয়েও তারা ভূমিকা পালন করে আসছে। আমি সেনাবাহিনীকে স্যালুট করি তাদের শৃঙ্খলার জন্য। এটার প্রতিফলন যদি সব ক্ষেত্রে দেখা যেতো তাহলে আমাদের দেশ অনেক এগিয়ে যেতো।
সোমবার বিকেলে কুমিল্লা সেনানিবাসের এম আর চৌধুরী গ্রাউন্ডে বাংলাদেশ সশস্ত্রবাহিনী দিবসের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, বাংলাদেশের বর্ডারে কোনো সড়ক নেই। সেনাবাহিনী আগামী বছর থেকে প্রায় ৮শ কিমি সীমান্ত সড়কের কাজ শুরু করবে। পৃথিবীর সব দেশে বর্ডারে সড়ক থাকলেও বাংলাদেশে নেই। তাই এ কাজটি আমরা সেনাবাহিনী দিয়ে শুরু করতে যাচ্ছি। যার নকশা চূড়ান্ত করা আছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা সেনানিবাসের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল রাশেদ আমিন এনডিসি, পিএসসি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ.বি. তাজুল ইসলাম এমপি, র.আ.ম ওবায়দুল মোক্তাদির চৌধুরী এমপি, কুমিল্লার পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন, কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সফিউল আহমেদ বাবুল প্রমুখ।21/11/16-pb/ns/-



This post has been seen 283 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১