সড়ক দুর্ঘটনায় টাঙ্গাইলে নিহত ২

প্রকাশিত: ১০:১০ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০১৭

সড়ক দুর্ঘটনায় টাঙ্গাইলে নিহত ২

নিউ সিলেট ডেস্ক : টাঙ্গাইলে বাস-সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ২ নারীনিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তিনজন। আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টারদিকে টাঙ্গাইল-ভূঞাপুর সড়কের কালিহাতী উপজেলার যদুরপাড়া নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- টাঙ্গাইল সদর উপজেলার বড় বিন্যাফৈর গ্রামের সোহেল রানার স্ত্রী রনি বেগম (২৬) এবং মৃত তোরাপ আলীর স্ত্রী তারাবানু (৬০)। আহতরা হলেন- সোহেল রানা, অন্তর ও আবুল কাশেম।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতরা সিএনজি চালিত অটোরিক্সাযোগে ঘাটাইল উপজেলার লোকেড়পাড়া গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা টাঙ্গাইলগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিক্সায় থাকা দুই নারী ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হন তিনজন। পরে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, দুর্ঘটনার কারণে টাঙ্গাইল-ভূঞাপুর সড়কে প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে যান চলাচল স্বাভাবিক করে। বাসের কাউকে আটক করা যায়নি। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।tr24/ns/-



This post has been seen 664 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১