গ্যাস লাইটার কারখানার দগ্ধ কিশোরীর মৃত্যু

প্রকাশিত: ১১:১৫ পূর্বাহ্ণ, নভেম্বর ২৩, ২০১৬

গ্যাস লাইটার কারখানার দগ্ধ কিশোরীর মৃত্যু

নিউ সিলেট ডেস্ক ::::   আশুলিয়া জিরাবোর কালার ম্যাক্স (বিডি) লিমিটেড নামের গ্যাস লাইট কারখানার অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ আঁখি আক্তার (১৪) নামের এক কিশোরী শ্রমিকের মৃত্য হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত দুইটার দিকে তার মৃত্য হয়।
বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল মৃত্যুটি নিশ্চিত করে জানান, তার শরীরের শ্বাসনালীসহ ৩৫ শতাংশ পুড়ে গিয়েছিল।
মৃত আঁখি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ভিকুমপুর গ্রামের আশরাফ আলীর মেয়ে। সে দেড়মাস যাবৎ ঐ কারখানায় চাকরি করত। তারা আশুলিয়ার জিরাবো এলাকাতে থাকত।
জিরাবো ফুলবাগান এলাকার কালার ম্যাক্স (বিডি) লিমিটেড কারখানায় মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেল ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় ৩ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কারখানার বয়লার বিস্ফোরণের কারণে আগুনের সূত্রপাত হতে পারে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানায়, বিকেলের দিকে আশুলিয়ার জিরাবো এলাকার কালারম্যাক্স (বিডি) লিমিটেড নামে লাইটার প্রস্তুতকারক ফ্যাক্টরিতে হঠাৎ আগুন দেখতে পায় কারখানার শ্রমিকরা। এ সময় তারা ডিইপিজেড ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালায়। পরবর্তীতে আগুনের তীব্রতা বেশি থাকায় সাভার থেকে ফায়ার সার্ভিসের আরও ৩টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যায়নি।
অপরদিকে এ ঘটনায় গুরুতর আহত ২০ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য এসেছেন বলে জানিয়েছেন ঢামেক হাসপাতালের ক্যাম্প ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া।23/11/16-tr24/ns/-



This post has been seen 258 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১