প্রতিমন্ত্রীর বাসা থেকে গৃহকর্মীর লাশ উদ্ধার

প্রকাশিত: ১১:২১ পূর্বাহ্ণ, নভেম্বর ২৩, ২০১৬

প্রতিমন্ত্রীর বাসা থেকে গৃহকর্মীর লাশ উদ্ধার

নিউ সিলেট ডেস্ক :::::  রমনার বেইলি রোডের মিনিস্টার এপার্টমেন্টের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদারের তৃতীয় তলা বাসা থেকে গলায় গামছা পেঁচানো অবস্থায় কাজের ছেলে মিলন টিকাদার (২০)-এর লাশ উদ্ধার করেছে রমনা থানা পুলিশ।
বুধবার সকাল সাড়ে ৭টার দিকে মিলনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।
মিলন মাগুরা সদর উপজেলার কুরাগাছি গ্রামের বিজন টিকাদারের ছেলে।
রমনা থানার উপ-পরিদর্শক আতোয়ার হোসেন জানান, মিলন ক্রিড়া প্রতিমন্ত্রীর বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতো। ধারণা করা হচ্ছে, মঙ্গলবার রাত সাড়ে ১১টা থেকে বুধবার ভোর ৬টার মধ্যে যেকোনো সময় ওই বাসার ডাইনিং রুমের সিলিং ফ্যানের সঙ্গে গামছা ও লুঙ্গি পেঁচিয়ে আত্মহত্যা করে থাকতে পারে। ময়না তদন্তের রিপোর্ট আসলে বিস্তারিত জানানো যাবে।23/11/16-tr24/ns/-



This post has been seen 273 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১