কক্সবাজারে বিমান বিধ্বস্ত, প্রাণে বাঁচলেন চার পাইলট

প্রকাশিত: ১১:০৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০১৭

কক্সবাজারে বিমান বিধ্বস্ত, প্রাণে বাঁচলেন চার পাইলট

নিউ সিলেট ডেস্ক : কক্সবাজারের মহেশখালীতে বিমান বাহিনীর দুইটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় চার পাইলট প্রাণে বেঁচে গেছেন। দুর্ঘটনার পরও তারা জীবিত ও অক্ষত রয়েছেন বলে জানিয়েছেন আইএসপিআরের সহকারী পরিচালক মো. নূর ইসলাম। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টা ৩৫ মিনিটে আকাশে সংঘর্ষের পর বিমানবাহিনীর দুটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। মহেশখালী সদর ইউনিয়নের পালপাড়ায় একটি আর অন্যটি ছোট্ট মহেশখালী ইউনিয়নের জালিপাড়ায় বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়ার পর পর বিমানে আগুন ধরে যায়। কক্সবাজার ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সহকারী পরিচালক রেজাউল করিম শাম্মী বলেন, মহেশখালীতে বুধবার সন্ধ্যায় আকাশে সংঘর্ষের পর বিমানবাহিনীর দু্ইটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সন্ধ্যার দিকে বেশ কিছুক্ষণ সময় রাডার থেকে বিচ্ছিন্ন ছিল বিমান দুইটি। বিমান দুইটির মডেল ইয়াক-১৩০।



This post has been seen 334 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১