চলছে দেশের ১২৭ পৌরসভা-ইউপি ও জেলা পরিষদে ভোট

প্রকাশিত: ১১:৫৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০১৭

চলছে দেশের ১২৭ পৌরসভা-ইউপি ও জেলা পরিষদে ভোট

নিউ সিলেট ডেস্ক : দেশের মোট ১২৭টি ইউনিয়ন পরিষদ (ইউপি), পৌরসভা ও জেলা পরিষদে ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল আটটা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকাল চারটা পর্যন্ত। তবে জেলা পরিষদের ভোট হবে সকাল নয়টা থেকে বেলা দু্টই পর্যন্ত, সেখানে কেবল জনপ্রতিনিধিরাই ভোট দেবেন। এরমধ্যে নয়টি পৌরসভা (ছয়টি সাধারণ, তিন উপ-নির্বাচন), ইউপির ১১৫টি (৩৭টি সাধারণ-স্থগিত নির্বাচন, ৭৮টি উপ-নির্বাচন), জেলা পরিষদের দুইটি ওয়ার্ডে সাধারণ ও একটি উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ভোট অনুষ্ঠিত হবে বলে নির্বাচন কমিশনের (ইসি) সংশ্লিষ্ট শাখা থেকে জানা গেছে।
দেশের অনুষ্ঠিত হতে যাওয়া ছয়টি পৌরসভায় হচ্ছে, পঞ্চগড়ের বোদা, নাটোরের বনপাড়া, ফরিদপুরের আলফাডাঙ্গা, জামালপুরের বকশীগঞ্জ, রাজশাহীর বাঘা ও দিনাজপুরের বিরল। আর যে ৩৭টি ইউপিতে সাধারণ নির্বাচন হচ্ছে সেগুলোর ১৫টি কুমিল্লায়। এছাড়া মাধবদী, চুয়াডাঙ্গা ও শেরপুর পৌরসভায় হচ্ছে উপনির্বাচন।
নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী ২৭ নভেম্বর ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ সময়। ২৮ ও ২৯ নভেম্বর বাছাই ও ৭ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়।
ইসি সূত্র জানায়, বন্যা, মামলাসহ বিভিন্ন জটিলতার কারণেও এসব এলাকায় নির্বাচন হয়নি। সে নির্বাচনগুলোই এখন সম্পন্ন করা হচ্ছে।
এদিকে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলামকে নির্বাচনী দায়িত্ব থেকে বিরত রাখতে বলেছে কমিশন। গতকাল বুধবার ইসি সচিবালয়ের যুগ্ম-সচিব (চলতি দায়িত্ব) ফরহাদ আহাম্মদ খান স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা কুমিল্লা পুলিশ সুপারের কাছে পাঠানো হয়। এখানকার ১৫টি ইউপিতে সাধারণ ও চারটি ইউপিতে বিভিন্ন পদে ভোট অনুষ্ঠিত হবে।dt/ns/-



This post has been seen 335 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১