আলফাডাঙ্গায় ভোট কেন্দ্রে টাকাসহ আ.লীগের স্বতন্ত্র প্রার্থীর কর্মী আটক

প্রকাশিত: ২:১০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০১৭

আলফাডাঙ্গায় ভোট কেন্দ্রে টাকাসহ আ.লীগের স্বতন্ত্র প্রার্থীর কর্মী আটক

নিউ সিলেট ডেস্ক : ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে খান আজিজুর রহমান নামে এক সিবিএ নেতাকে আটক করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট এ হাসেম রনি জানান, কেন্দ্রটিতে স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের খান সাইফুল ইসলামের পক্ষে প্রচারণা চালাচ্ছিলেন আজিজুর রহমান। এই সময় সন্দেহ হলে তাকে তল্লাশি করলে তার কাছ থেকে নতুন ৫০ টাকার একটি বান্ডেল ও ২০ টাকার একটি বান্ডেল মোট ৭ হাজার টাকা পাওয়া যায়। এছাড়াও তার মানিব্যাগে আরো অতিরিক্ত টাকা ছিল। এসময় তার মানিব্যাগ তল্লাশি করতে গেলে আজিজুরকে আটক করা নিয়ে সেখানে ভিড় জমে গেলে তাৎক্ষণিক তাকে উপজেলা অফিসে নিয়ে যাওয়া হয়।
তিনি বলেন, আজিজুর রহমান আলফাডাঙ্গার গোপালপুরের বাসিন্দা ও জনতা ব্যাংকের সাবেক কর্মকর্তা। ভোট কেন্দ্রে অবৈধভাবে টাকা নিয়ে প্রবেশ করার জন্য তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।dt/ns/-



This post has been seen 344 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১