লিটন হত্যা’ আ’লীগ নেতা চন্দন গ্রেফতার

প্রকাশিত: ১:০০ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০১৭

লিটন হত্যা’ আ’লীগ নেতা চন্দন গ্রেফতার

নিউ সিলেট ডেস্ক : গাইবান্ধা-১(সুন্দরগঞ্জ) আসনের সরকার দলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলার পলাতক আসামি চন্দনকে ভারতের পুলিশ গ্রেফতার করেছে। আটক চন্দন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ছিলেন। চলতি বছরের আগস্টে অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে চন্দনকে ভারতীয় পুলিশ গ্রেফতার করে বলে জানিয়েছেন গাইবান্ধা পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ।
রোববার সকাল সোয়া ১১টায় তিনি বলেন, চন্দনকে দেশে ফিরিয়ে আনতে বিভিন্ন কার্যক্রম চালানো হচ্ছে।
এদিকে, গাইবান্ধা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ইন্সপেক্টর জামাল উদ্দিন বলেন, চন্দনের অনুপস্থিতেই বিচারিক কাজ শুরু করার জন্য মামলার নথিপত্র জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যেই জেলা ও দায়রা জজ আদালতে পাঠানো হবে। এছাড়াও তাকে গ্রেফতারে আন্তর্জাতিক ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি রয়েছে।
উল্লেখ্য, গত বছরের ৩১ ডিসেম্বর সুন্দরগঞ্জের নিজ বাড়িতে এমপি মঞ্জুরুল ইসলাম লিটনকে গুলি করে হত্যা করা হয়। পরে এ ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি একই আসনের জাতীয় পার্টির সাবেক সাংসদ কর্নেল (অব.) আব্দুল কাদের খানসহ তার ৬ সহযোগীকে গ্রেফতার করে পুলিশ। তবে এ ঘটনায় এক বছর অতিবাহিত হলেও এখনো বিচার কার্যক্রম শেষ না হওয়ায় হতাশ হয়েছেন মামলার বাদীসহ দলীয় নেতাকর্মীরা।pb/ns/-



This post has been seen 273 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১