ছেলের হাতে মা খুন

প্রকাশিত: ১:১৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০১৭

ছেলের হাতে মা খুন

নিউ সিলেট ডেস্ক : টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলায় নেশাগ্রস্ত ছেলের হাতে মা খুন হয়েছেন। গতকাল শনিবার (৩০ ডিসেম্বর) রাতে উপজেলার সাতুটিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম বিথি বেগম (৪০)। তিনি ওই গ্রামের মামুন মিয়ার স্ত্রী। এ ঘটনার পর থেকে ঘাতক ছেলে শিশির (২৩) পলাতক রয়েছে।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, সকালে মামুন মিয়া তার স্ত্রী ও ছেলেকে বাড়িতে রেখে ঢাকায় যায়। রাতে বাড়িতে ফিরে দেখে বিথি আক্তার রক্তাক্ত অবস্থায় ঘরের ভিতর মেঝেতে পড়ে রয়েছে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি কুড়াল ও ছেলে শিশিরের লুঙ্গি উদ্ধার করা হয়েছে। নেশার টাকা নিয়ে মায়ের সাথে ঝগড়ার কারণে শিশির তার মাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।tr24/ns/-



This post has been seen 459 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১