সিলেট ২৭শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ২:৪৬ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০১৮
নিউ সিলেট ডেস্ক : নারায়ণগঞ্জে ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে জেলা বিএনপি নেতাকর্মীরা মিছিল বের করতে চাইলে পুলিশ এসে বাধা দিলে এসময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এর আগে নেতাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। শুক্রবার (৫ জানুয়ারি) বেলা ১১টায় চাষাঢ়া প্রেসক্লাবের সামনে জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক মামুন মাহমুদ, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামালসহ নেতাকর্মীরা প্যারাডাইজ ক্যাবলের সামনে কালোপতাকা নিয়ে অবস্থান নেন। পরে বিপুলসংখ্যক পুলিশ লাঠি হাতে নেতাকর্মীদের ধাওয়া দিলে নেতাকর্মীরা দৌড়ে পালিয়ে যান।
এসময় নেতাকর্মী নিয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুন মাহমুদ ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল না দৌড়ে মূল সড়কে উঠতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে পুলিশের সাথে নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করলে পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।
এর আগে সকাল সাড়ে ১০টায় মহানগর বিএনপির সভাপতির পক্ষে সাংগঠনিক সম্পাদক আবু আল ইউসুফ খান টিপু ও মহানগর ছাত্রদলের আহ্বায়ক আবুল কাউসার আশার নেতৃত্বে মহানগর বিএনপি নেতাকর্মীরা একই স্থানে কর্মসূচি পালন করতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে পুলিশের সাথে বাকবিতণ্ডার এক পর্যায়ে মূল সড়কে উঠতে না পেরে শহরের গলাচিপা রেললাইন, নন্দিপাড়া হয়ে দেওভোগ পর্যন্ত মিছিল করেন মহানগর বিএনপির নেতাকর্মীরা।
মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বেলা ১১টায় শহীদ মিনারে বিক্ষোভ কর্মসূচি ও কালো পতাকা মিছিল করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। সেখানেও তার সাথে পুলিশের বাকবিতণ্ডা হয়। জেলা বিএনপির সহসভাপতি আজাদ বিশ্বাস দলের নেতাকর্মীদের নিয়ে শহীদ মিনারে কালো পতাকা নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন।
অন্যদিকে সকাল ১০টায় শহরের সিরাজদৌল্লাহ রোড থেকে মিছিল বের করে নারায়ণগঞ্জ মহানগর যুবদল। পরে শায়েস্তা খান রোডসহ শহরের প্রধান প্রধান শহর প্রদক্ষিণ শেষে গলাচিপা মোড়ে জেলা স্কাউট ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে যুবদলের নেতাকর্মীরা।
সংক্ষিপ্ত সমাবেশে মহানগর যুবদলের আহ্বায়ক মাকসুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, ১৫৪ জনকে বিনা ভোটে নির্বাচিত করা ও ২৭০টি কেন্দ্রে একটি ভোট না পড়াই প্রমাণিত হয় এই সরকার অনির্বাচিত। গণতন্ত্র এখন কারাগারে বন্দী। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে ২০১৮ সালেই গণতন্ত্রকে বাকশাল মুক্ত করবো। খালেদা জিয়াই আগামী প্রধানমন্ত্রী।
সমাবেশে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মাকছুদুল আলম খন্দকারের সভাপতিত্বে সংক্ষিপ্ত বিক্ষোভ সভায় আরও বক্তব্য দেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সানোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক মমতাজউদ্দিন মন্তু, আনোয়ার হোসেন আনু, রানা মুজিব, আক্তার হোসেন খোকন শাহ, জুয়েল রানা, সাগর প্রধান, বন্দর থানা যুবদলের সভাপতি আমির হোসেন, বন্দর উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম রিপন, আলী নওসাদ তুষার, কাজী সোহাগ প্রমুখ।
তবে নেতাকর্মীদের সঙ্গে ধাওয়ার বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) আব্দুর রাজ্জাক বলেন, বিএনপির নেতাকর্মীরা জড়ো হয়ে বিশৃঙ্খলার চেষ্টা করলে জনসাধারনের নিরাপত্তার স্বার্থে তাদের সরিয়ে দেয়া হয়েছে।
বান্দরবানে মিছিলে পুলিশের লাঠিচার্জ, আটক ৩
‘গণতন্ত্র হত্যা দিবসের’ কর্মসূচিতে বান্দরবানে বিএনপির কালো পতাকা মিছিল ও সমাবেশে পুলিশ লাঠিচার্জ করে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দিয়েছে। এসময় জেলা ছাত্রদল সভাপতিসহ তিনজন নেতাকর্মীকে আটক করে পুলিশ। শুক্রবার সকাল ১০টায় বান্দরবান শহরের মসজিদ মার্কেটের সামনে থেকে একটি কালো পতাকার মিছিল বের হলে পুলিশের বাধার মুখে সড়কের উপর বসে পড়েন বিএনপির নেতাকর্মীরা।
এসময় বাধা উপেক্ষা সমাবেশ করতে চাইলে পুলিশ লাঠিচার্জ করে নেতাকর্মীদের ছাত্রভঙ্গ করে দেয়। এসময় পুলিশ জেলা ছাত্রদল সভাপতি সাবিকুর রহমান জুয়েল, কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোর্শেদ বিন ওমর ও জেলা ছাত্রদল সদস্য মো. রাসেলকে আটক করে পুলিশ। পরে বেলা সাড়ে ১১টায় শহরের ফুট প্যালেজ রেস্টুরেন্টে জেলা বিএনপির সভাপতি ম্যা ম্য চিং এর সভাপতিত্বে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যাপক মো. ওসমান গনি, সাধারণ সম্পাদক মো. জাবেদ রেজা।
সংবাদ সম্মেলনে নেতারা অভিযোগ করে বলেন, বিএনপি শান্তিপূর্ণ মিছিল ও সমাবেশে পুলিশ লাঠিচার্জ করে তাদের তিন নেতাকর্মীকে আটক করে নিয়ে গেছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে আটককৃত নেতাকর্মীদের নিঃশর্তে মুক্তি না দিলে তারা কঠোর আন্দোলন যাবেন বলেও হুঁশিয়ারি দেন।
তিন নেতাকর্মী আটকের বিষয়ে বান্দরবান সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম ছারোয়ার জানান, আমি থানার বাইরে আছি, এ বিষয়ে আমি কিছু জানি না।
জয়পুরহাট
‘গণতন্ত্র হত্যা দিবসে’ জয়পুরহাট জেলা বিএনপি আয়োজিত কালোপতাকা মিছিলে বাধা দিয়েছে পুলিশ। আজ শুক্রবার সকালে জয়পুরহাট জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশি বাধায় মিছিলটি বেশি দুর যেতে পারেনি। পরে সেখানে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য মোজাহার আলী প্রধান, বিএনপির সহসভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক নাফিজুর রহমান পলাশ, অধ্যক্ষ শামছুল হক, যুবদলের সভাপতি সেলিম রেজা ডিউক, জেলা ছাত্রদলের সভাপতি মাসুদ রানা প্রধান।
সদর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ, শহর শাখার সভাপতি আদনান শাহারিয়ার, কলেজ শাখার সাধারণ সম্পাদক মামুনুর রশিদ প্রমুখও বক্তব্য দেন।
বক্তারা বলেন, ২০১৪ সালে ৫ জানুয়ারি বিনা ভোটে সরকার গঠনের মাধ্যমে গণতন্ত্র হত্যা করে আওয়ামী লীগ। তাই এই দিনটিকে গণতন্ত্রহত্য দিবস হিসাবে পালন করছে বিএনপি।
পাকুন্দিয়ায়
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ‘গণতন্ত্র হত্যা দিবসে’ কালো পতাকা মিছিলে বাধার মুখে পড়েছে পাকুন্দিয়া উপজেলা ও পৌর বিএনপি। আজ শুক্রবার সকালে পৌরসদরের হাপানিয়াস্থ অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে কালো পতাকা মিছিল বের করার চেষ্টা করেন বিএনপি নেতাকর্মীরা। এসময় পুলিশের বাধার মুখে পড়ে কালো পতাকা মিছিলের পরিবর্তে সংক্ষিপ্ত পথসভা করেন বিএনপি নেতাকর্মীরা। এসময় হাতে কালো পতাকা নিয়ে রাস্তার দুই পাশে অবস্থান নেন নেতাকর্মীরা।
পথসভায় বক্তব্য দেন, উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌরমেয়র অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন, উপজেলা বিএনপির সদস্য সচিব ও চরফরাদী ইউপি চেয়ারম্যান ভিপি কামাল উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বোরহান উদ্দিন সরকার, আবদুস ছাত্তার, সাবেক ছাত্রনেতা শামসুল হক মিঠু প্রমুখ।
এসময় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আসাদ রেজা, এরফান উদ্দিন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এসএএম মিনহাজ উদ্দিন, উপজেলা ছাত্রদলের সভাপতি রফিকুল ইসলাম মানিক ও সাধারণ সম্পাদক আমিনুল হক জজ মিয়াসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।dt/ns/-
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি