আজ মায়ের কোলের শিশুসন্তানও নিরাপদে নেই : এরশাদ

প্রকাশিত: ১০:২০ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০১৮

আজ মায়ের কোলের শিশুসন্তানও নিরাপদে নেই : এরশাদ

নিউ সিলেট ডেস্ক : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, দেশের মানুষ এখন ভালো নেই। ৬০ টাকা কেজি চাল কিনে খেয়ে মানুষ ভালো থাকতে পারে না। বিশেষ করে উত্তরাঞ্চলের মানুষ অনেক কষ্টে আছে। তিনি বলেন, মায়ের কোলের শিশুসন্তানও আজ নিরাপদে নেই। প্রতিদিন পত্রিকার পাতা খুললে খুন-ধর্ষণ ছাড়া আর কিছু পাওয়া যায় না। আমার শাসনামলে এমন ঘটনা ছিল না। আজ বুধবার বিকালে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা আব্দুল হক মহাবিদ্যালয় মাঠে উপজেলা জাতীয় পার্টির আয়োজনে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুন্দরগঞ্জ আসনের উপনির্বাচন প্রসঙ্গে এরশাদ বলেন, নির্বাচন কমিশনের জন্য গাইবান্ধার সুন্দরগঞ্জ আসনের উপনির্বাচনটি একটি চ্যালেঞ্জ। যদি এই উপনির্বাচনটি সুষ্ঠু ও নিরপেক্ষ উপহার দিতে পারে তাহলে নির্বাচন কমিশন পাস করবে।
তিনি বলেন, আমি রংপুরের সন্তান, আমাকে আমার সন্মান ফিরিয়ে দিন আপনারা। রংপুর সিটি করপোরেশন নির্বাচন গোটা দেশের মধ্যে একটি রোল মডেল। রংপুরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সুন্দরগঞ্জে নির্বাচন করতে হবে।
এরশাদ বলেন, সুন্দরগঞ্জে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে এমপি বানাতে হবে। কারণ সুন্দরগঞ্জের আসনটি ছিল জাতীয় পার্টির। তিনি বলেন, শুধু লাঙ্গলে ভোট দিলে হবে না। ভোট দেয়ার পর কেন্দ্রে কেন্দ্রে অতন্দ্র প্রহরীর মতো দাঁড়িয়ে থেকে বিজয়কে রক্ষা করতে হবে।
জাপা চেয়ারম্যান বলেন, আমি দেশের মধ্যে ৬৪টি জেলা এবং ৪৬০টি উপজেলা করেছি। প্রতিটি উপজেলায় সরকারি শিক্ষা প্রতিষ্ঠান করে দিয়েছি। আপনাদের সুন্দরগঞ্জ উপজেলায় দুটি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারিকরণ করেছি। বলেন, সুন্দরগঞ্জ আসনটি লাঙ্গলের ঘাঁটি। সেই ঘাঁটি রক্ষার দায়িত্ব আপনাদের। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে ভোট দিয়ে নির্বাচিত করলে সুন্দরগঞ্জবাসীর দারুণ উপকার হবে।
এরশাদ ব্যারিস্টার শামীমকে সবার সামনে প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন। এরশাদ নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, গত নির্বাচনের ভুল থেকে শিক্ষা নিয়ে আসন্ন উপনির্বাচনে কাজ করবেন। সুন্দরগঞ্জ আসনটি লাঙ্গলের ঘাঁটি ছিল, আবারও লাঙ্গলের ঘাঁটিতে পরিণত করতে হবে।
জাপার মহাসচিব রুহুল আমিন হাওলাদার এমপি আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, জাতীয় পার্টি আওয়ামী লীগকে সহযোগিতা না করলে কোনোদিনও সরকার গঠন করতে পারতো না। তাই জাতীয় পার্টিকে আপনাদের সহযোগিতা করতে হবে। তিনি বলেন, এরশাদের শাসনামলে পেট্রোল ১০ টাকায় কিনেছেন আপনারা। এখন কত টাকায় কিনছেন এ প্রশ্ন আপনাদের কাছে থাকল।
এর আগে বেলা সাড়ে ১১টায় বামনডাঙ্গা আব্দুল হক মহাবিদ্যালয় মাঠে পৌঁছলে এরশাদকে সুন্দরগঞ্জের ইউএনও এসএম গোলাম কিবরিয়া, ওসি আতিয়ার রহমান ও জাতীয় পার্টির নেতাকর্মীরা অভ্যর্থনা জানান।পরে একটি চৌকস প্যারেড দল এরশাদকে গার্ড অব অনার দেয়।
সুন্দরগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও জাপা চেয়ারম্যানের আইন ও বিচার বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর সভাপতিত্বে বিশাল জনসভায় বক্তব্য দেন জাপার কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, বন ও পরিবেশ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি, তাজুল ইসলাম চৌধুরী এমপি, অ্যাডভোকেট কাজী ফিরোজ রশিদ এমপি, মেজর (অব.) খালেদ আক্তার, আব্দুর রশিদ সরকার, রংপুরের নবনির্বাচিত মেয়র ও ভাইস প্রেসিডেন্ট মোস্তাফিজার রহমান মোস্তফা, গাইবান্ধা জেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান, রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এসএম ইয়াসীর, উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি মাওলানা আবুল হোসেন, সহসভাপতি আনছার আলী সরদার, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মন্ডল, পৌর জাপার সভাপতি আব্দুর রশিদ সরকার ডাবলু, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল প্রমুখ। দুপুরে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর বাড়িতে মধ্যাহ্নভোজের পর এরশাদ শোভাগঞ্জ বাজার সংলগ্ন ফুটবল খেলার মাঠ এবং চন্ডিপুর ডাক বাংলো মাঠে পৃথক জনসভায় প্রধান অতিথির ভাষণ দেন।dt/ns/-



This post has been seen 340 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১