সিলেট ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:৩০ পূর্বাহ্ণ, মার্চ ১০, ২০১৮
নিউ সিলেট ডেস্ক : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ২০১৯ সালে ফিনিশ হয়ে যাবে। গতকাল বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় নারী দিবসের এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
মমতা বলেন, সারা ভারতের মা ও বোনদের কাছে আমার আবেদন, যদি আপনারা দেশ, সমাজ ও সংসার বাঁচাতে চান, তবে বিজেপিকে সরান। তারা যদি থাকে, তবে দেশে বিপদ থেকেই যাবে। তা নাহলে আপনাদের কোনো ভবিষ্যৎ থাকবে না। আপনাদের ছেলেমেয়েদেরও কোনো ভবিষ্যৎ থাকবে না।
তিনি আরও বলেন, শুধু হিন্দু বা মুসলমান নিয়ে দেশ চলে না। শুধু আগুন জ্বালিয়ে দিলেই হয় না। এই নারী দিবসে আমি মা ও বোনদের বলতে চাই, আপনারা ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যান। বাংলায় সাম্প্রদায়িকতার কোনো জায়গা নেই। বাংলার মাটি চিরকাল একাই লড়াই করেছে এবং ভবিষ্যতেও করবে। যখনই কোনো আন্দোলন হয়েছে, নেতৃত্ব দিয়েছে বাংলা। সবার সঙ্গে থেকে এগিয়ে যাবে বাংলা। তাদের (বিজেপি) বিসর্জন দেবোই আমরা।
মুখ্যমন্ত্রী বলেন, মহিলারা দিচ্ছে ডাক, বিজেপি চলে যাক। তারা যত দ্রুত সম্ভব, বিদায় নিক। বাংলার মানুষ, ভারতের মানুষ বাঁচুক।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি