রাষ্ট্রপতির সাথে সাক্ষাতের জন্য আবারো সময় চেয়েছে বিএনপি

প্রকাশিত: ২:৫৭ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০১৬

রাষ্ট্রপতির সাথে সাক্ষাতের জন্য আবারো সময় চেয়েছে বিএনপি

নিউ সিলেট ডেস্ক :::::   নির্বাচন কমিশন তথা ইসি পুনর্গঠন ও শক্তিশালীকরণ নিয়ে বেগম খালেদা জিয়া যে ১৩ দফা প্রস্তাবনা দিয়েছেন, তা রাষ্ট্রপতির কাছে পেশ করতে সময় চেয়েছিল বিএনপি। কিন্ত তার সামরিক সচিব এ ব্যাপারে কিছুই জানাননি। এমতাবস্থায় ফের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের জন্য সময় চেয়েছে বিএনপি।
বুধবার দুপুরে নয়াপল্টন দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তথ্য দিয়েছেন।
এ সময় তিনি দেশের চলমান সঙ্কট নিরসনের জন্য রাষ্ট্রপতি উদ্যোগ গ্রহণ করবেন এবং বিএনপিকে সাক্ষাতের সময় দিবেন বলে প্রত্যাশা করেন।
মির্জা ফখরুল বলেন, বিএনপি সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল। রাষ্ট্রপতির ক্ষমতাকে খর্ব করতে প্রস্তাব দেয়া হয়নি। নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন এবং তাদের বিচারিক ক্ষমতা দেয়ার মানে সামরিক আইন নয়। এ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নেই।
দেশের বর্তমান প্রেক্ষিতে স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের কোনো বিকল্প নেই বলেও উল্লেখ করেন তিনি।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, ড. মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ।23/11/16-n24/ns/



This post has been seen 267 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১