আগুনে পুড়ে সাতকানিয়ায় মা-ছেলের মৃত্যু, দগ্ধ আরও ২

প্রকাশিত: ১:৩১ অপরাহ্ণ, মার্চ ১০, ২০১৮

আগুনে পুড়ে সাতকানিয়ায় মা-ছেলের মৃত্যু, দগ্ধ আরও ২

নিউ সিলেট ডেস্ক : চট্টগ্রামের সাতকানিয়ায় আগুনে পুড়ে মা-ছেলে নিহত হয়েছে। আহত হয়েছে একই পরিবারের দুই মেয়ে। উপজেলার নলুয়া ইউনিয়নের মরফলা গ্রামের শীলপাড়ায় গতকাল শুক্রবার গভীর রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহতরা হলেন- মঞ্জু শীল এবং তার ছেলে অমিত শীল। আহতদের মধ্যে মঞ্জুর বড় মেয়ে পূর্ণিমা শীলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হোসেন জানান, দুই মেয়ে ও ছেলেকে নিয়ে ওই বাড়িতে থাকতেন মঞ্জু শীল। রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লে আগুনে দগ্ধ হয়ে মারা যায় মঞ্জু ও তার ছেলে অমিত। স্থানীয় লোকজন ঘরের জানালা ভেঙে দুই মেয়েকে উদ্ধার করলেও ছোট বোন প্রতিমাকে বাঁচাতে গিয়ে পা দগ্ধ হয় পূর্ণিমার।
তিনি আরও জানান, ঘরের বারান্দায় মাটির চুলায় রান্না করতেন মঞ্জু। সন্ধ্যায় পাতা দিয়ে রান্না করেছিলেন তিনি। ‍কিন্তু ভুল করে তা না নেভানোয় রাতে আগুন লেগে যায় বলে ধারণা করা হচ্ছে।dt/ns/-



This post has been seen 320 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১