আধিপত্য নিয়ে আ.লীগের দুই পক্ষে সংঘর্ষে চাঁপাইনবাবগঞ্জে নিহত ১

প্রকাশিত: ১:৪১ অপরাহ্ণ, মার্চ ১০, ২০১৮

আধিপত্য নিয়ে আ.লীগের দুই পক্ষে সংঘর্ষে চাঁপাইনবাবগঞ্জে নিহত ১

নিউ সিলেট রিপোর্ট : আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষে চাঁপাইনবাবগঞ্জে একজন নিহত হয়েছে। নিহত আইয়ুব আলী, সে সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাগডাঙ্গা এলাকার নমির উদ্দিনের ছেলে। আহত হয়েছেন আরিফসহ আরও একজন তবে তার নাম জানাযায়নি। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার সকালে সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের সুন্দরপুর-বাগডাঙ্গা এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর রহমান জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আজ সকাল সাড়ে ছয়টার দিকে বাবু মাস্টার গ্রুপ ও চেয়ারম্যান টিপু গ্রুপের লোকজন সংঘর্ষে জড়ায়। সংঘর্ষের সময় বোমা বিস্ফোরণের ঘটনাও ঘটে। এতে আইয়ুব আলী গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে দ্রুত চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহত আরিফকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি আইন-শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে আছে।dt/ns/-



This post has been seen 311 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১