‘নির্বাচন নিয়ে অরাজকতা হলে, কমিশনার দায়ী থাকবে : রিজভী

প্রকাশিত: ১:৪৯ অপরাহ্ণ, মার্চ ১০, ২০১৮

‘নির্বাচন নিয়ে অরাজকতা হলে, কমিশনার দায়ী থাকবে : রিজভী

নিউ সিলেট ডেস্ক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, শেখ হাসিনার দুর্বিনীত দুঃশাসনকে প্রলম্বিত করার জন্য প্রধান নির্বাচন কমিশনার ভোটারবিহীন একতরফা নির্বাচনের দিকে এগিয়ে গেলে দেশে চরম অরাজকতা সৃষ্টি হবে। এজন্য দায়ী থাকবেন প্রধান নির্বাচন কমিশনার। রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আজ শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
রুহুল কবীর রিজভী বলেন, নির্বাচনী মাঠ সমতল হওয়ার প্রথম শর্ত হল খালেদা জিয়াকে মুক্তি দেওয়া ও সহায়ক সরকারের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হওয়া।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গত ৮ মার্চ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল দলের অংশগ্রহণের ব্যাপারে আমরা আলাদা করে আর কোনো উদ্যোগ নেইনি।এসময় সিইসি বলেন, নির্বাচনকে সামনে রেখে যখন সংলাপ হয়েছে তখন সকল দলকে বলেছি, আপনারা নির্বাচনে অংশগ্রহণ করুন। আমরা আশা করি, সবাই নির্বাচনে আসবে। নতুনভাবে আর তাদের অংশগ্রহণের জন্য কিছু আমরা করব না।



This post has been seen 275 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১