না:গঞ্জ সিটি নির্বাচনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

প্রকাশিত: ৩:২৭ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০১৬

না:গঞ্জ সিটি নির্বাচনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

নিউ সিলেট ডেস্ক ::::::   নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাড. সাখাওয়াত হোসেন খান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ধানের শীষ প্রতীকের মনোনয়নপত্র সংগ্রহের সময় বিএনপি তারকা নেতারা উপস্থিত থাকলেও জেলা বিএনপির সভাপতি অ্যাড. তৈমুর আলম খন্দকারকে দেখা যায়নি।
বুধবার দুপুর ১২টায় জেলা নির্বাচন অফিস থেকে বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খান মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি (সাবেক) অ্যাড. আবুল কালাম ও নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি (সাবেক) গিয়াস উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিএনপির মেয়র প্রার্থী অ্যাড.সাখাওয়াত হোসেন খান মনোনয়নপত্র সংগ্রহের সময় বলেন, রিটার্নিং অফিসার নুরুজ্জামান তালুকদারের কাছে আবেদন করা হয়েছে। নির্বাচনে এখনো লেভেল প্ল্যানিং ফিল্ড তৈরি হয়নি। বৈধ অস্ত্র জমা ও অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়নি। আমার প্রতিদ্বন্দ্বি প্রার্থীর লোকজন ভয় দেখাতে পারে। তাই খুব শিগগিরই যেন এসব অস্ত্র উদ্ধার করা হয়। আর নিবর্বাচন সুষ্ঠু করতে হলে সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে।
তিনি আরো জানান, বিএনপি ঐক্যবদ্ধ আছে ও থাকবে। মনোনয়ন সংগ্রহের সময় আমার সঙ্গে দুইজন সাবেক এমপি উপস্থিত ছিলেন। আগামীকাল জমা দেয়ার অন্য নেতারা থাকবেন।23/11/16-n24/ns/-



This post has been seen 314 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১