ভোটকেন্দ্র দখল ঠেকাতে নির্বাচন কমিশনে জাপা

প্রকাশিত: ৩:১৪ অপরাহ্ণ, মার্চ ১১, ২০১৮

ভোটকেন্দ্র দখল ঠেকাতে নির্বাচন কমিশনে জাপা

নিউ সিলেট ডেস্ক : গাইবান্ধা-১ ও ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের উপ-নির্বাচনে কেন্দ্র দখলের শঙ্কা করছে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি। আর কেন্দ্র দখল ঠেকাতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সঙ্গে বৈঠক করেছেন দলটির একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন দলটির মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার।
আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসি কার্যালয়ে আজ রোববার সকাল সাড়ে ১০টা থেকে ১০টা ৫০ মিনিট পর্যন্ত বৈঠক করেন প্রতিনিধি দলটি।
রুহুল আমীন হাওলাদার সাংবাদিকদের বলেন, কী কী আশঙ্কা আছে তার একটি লিখিত দিয়েছি। গতকাল (শনিবার) আমরা শুনেছি, সুন্দরগঞ্জে বাইরের অনেক লোক ঢুকেছে, অনেক জেলা থেকে তারা এসেছে এবং তারা কেন্দ্র দখল করবে। এর আগের নির্বাচনগুলোতেও তারা এগুলো করে ব্যবধান রেখে জয়যুক্ত হয়েছে। সেই জন্য আমরা আশঙ্কা করছি যে, এই এক্সারসাইজটা তাদের জানা আছে, করতে পারে।
তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনারকে সেখানে প্রশাসনিক সাহায্য, নিরপেক্ষ ও সুষ্ঠু ভোট করার জন্য পদক্ষেপ নিতে অবহিত করেছি, অনুরোধ করেছি। এই দুটি নির্বাচনের ওপর নির্ভর করে আগামী জাতীয় সংসদ নির্বাচন কেমন হবে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরো বলেন, রংপুর ও কুমিল্লা সিটিতে ভাল নির্বাচনের সিম্বোলিক দৃষ্টান্ত আছে। এর পর যদি অবনতি হয়, আস্থাহীনতার পরিবেশ সৃষ্টি হয় এবং সংশয় দেখা যায়, তাহলে জাতীয় নির্বাচনে এর প্রভাব পড়বে। এর প্রেক্ষিতে সিইসি বলেছেন, তিনি সব ধরনের ব্যবস্থা নেবেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণ চান বলেও জানান তিনি।
দলটির লিখিত প্রস্তাবনায় দেখা যায়, দুই আসনে ১৪টি করে মোট ২৮টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এবিএম রুহুল আমীন হাওলাদারের নেতৃত্বে প্রেসিডিয়াম সদস্য এম এ সাত্তার, সৈয়দ আবু হোসেন বাবলা, এসএম ফয়সল চিশতী, চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া, ভাইস-চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, ডা. রুস্তম আলী ফরাজী, যুগ্ম-দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান বৈঠকে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ১৩ মার্চ এই দুই আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।pb/ns/-



This post has been seen 280 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১