পদত্যাগ করলেন আইভী

প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০১৬

পদত্যাগ করলেন আইভী

নিউ সিলেট ডেস্ক :::::   নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মেয়র পদ ছাড়ছেন সেলিনা হায়াৎ আইভী। বুধবার তিনি আনুষ্ঠানিক পদত্যাগ করে নগর ভবন ছাড়বেন।
সেলিনা হায়াৎ আইভী জানান, আগামীকাল তিনি মনোনয়নপত্র জমা দেবেন। এজন্য তিনি বুধবারই শেষবারের মতো নগর ভবনে যাবেন।
নিয়ম অনুযায়ী পদত্যাগ করে মেয়র পদে নির্বাচন করতে হয়। তবে কাউন্সিলররা পদে থেকেই নির্বাচন করতে পারেন। ২০১১ সালের ৩০ অক্টোবর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়।
২০০৩ সালের ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন আইভী। পরে এই পৌরসভাকে উন্নীত করা হয় সিটি করপোরেশনে। মাঝে কিছুদিনের জন্য প্রশাসক নিয়োগ করা হয়। সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে ২০১১ সালে বিপুল ভোটে বিজয় লাভ করেন আইভী। প্রায় ১৩ বছর পর তিনি নগর ভবন ছেড়ে যাচ্ছেন।
আগামী ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে আইভী নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন ধানের শীষের সঙ্গে। নারায়ণগঞ্জে ধানের শীষ পেয়েছেন সাখাওয়াত হোসেন।23/11/16-dt/ns/-



This post has been seen 302 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১