(ডিবিএ)ব্রোকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হচ্ছেন লালী

প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০১৬

(ডিবিএ)ব্রোকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হচ্ছেন লালী

নিউ সিলেট ডেস্ক ::::  দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্যদের সংগঠন ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সভাপতি হতে যাচ্ছেন রশিদ ইনভেস্টমেন্ট সার্ভিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ রশিদ লালী।
একই সঙ্গে সংগঠনটির জ্যেষ্ঠ সহ-সভাপতি হচ্ছেন ইনভেস্টমেন্ট এন্ড প্রোমোশন সার্ভিসেস লিমিটেডের চেয়ারম্যান মোশতাক আহমেদ সাদেক এবং সহ-সভাপতি হচ্ছে মডার্ন সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খুজিস্তা নূর-ই-নাহরিন।
রাজধানীর ঢাকা ক্লাবে বুধবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৭টায় প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) শেষে নবনির্বাচিত ১৫ পরিচালকদের সর্বসম্মতিতে এ সিদ্ধান্ত নেওয়া হবে। ডিবিএ’র একাধিক নবনির্বাচিত পরিচালক এ তথ্য নিশ্চিত করেছেন।
সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি নির্বাচনের ক্ষেত্রে ভোটগ্রহণের কথা থাকলেও তা আর লাগছে না।
বর্তমান ডিবিএ’র আহ্বায়ক কমিটি নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবে।
জানা গেছে, দুই বছর মেয়াদী নতুন কমিটির প্রথম বছর ২০১৭ সাল পর্যন্ত আহমেদ রশিদ লালী ও দ্বিতীয় বছর ২০১৮ সাল পর্যন্ত মোশতাক আহমেদ সাদেক সভাপতির দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে দ্বিতীয় বছর সিনিয়র সহ-সভাপতি হিসেবে মো. শহিদুল্লাহ সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক শরীফ আনোয়ার হোসেন ও সহ-সভাপতি হিসেবে প্রাইলিংক সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মো. জহিরুল ইসলাম দায়িত্ব পালন করবেন।
নতুন কমিটির নির্বাচিত বাকি পরিচালকরা হলেন- শাহেদ সিকিউরিটিজের শাহেদ আব্দুল খালেক, শ্যামল ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেডের সাজেদুল ইসলাম, ডিবিএল সিকিউরিটিজের মো. আলী, রাশটি সিকিউরিটিজের সৈয়দ রিদওয়ানুল ইসলাম, সাদ সিকিউরিটিজের মো. দেলোয়ার হোসেন, গ্লোবাল সিকিউরিটিজের রিচার্ড ডি রোজারিও, কান্ট্রি স্টক বাংলাদেশ লিমিটেডের খাজা আসিফ আহমেদ, থিয়া সিকিউরিটিজের মাহবুবুর রহমান, রয়েল গ্রিন সিকিউরিটিজের আব্দুল হক ও ইউনিক্যাপ সিকিউরিটিজের ওয়ালি উল ইসলাম।
এর আগে রবিবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে ১৯ জন প্রার্থীর প্রতিযোগিতায় ১৫ জন পরিচালক নির্বাচিত হন। নির্বাচনে ২৪১ জন ভোটারের মধ্যে ২১৬ জন ভোট প্রদান করেন। এরমধ্যে ৬টি ভোট বাতিল করা হয়েছে।
নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন ডা. মো. জহিরুল ইসলাম। তিনি ২০৪টি ভোট পেয়েছেন। এছাড়া জয়ীদের মধ্যে শরীফ আনোয়ার হোসেন ২০৩টি, রিচার্ড ডি রোজারিও ১৯৭টি, খুজিস্তা নূর-ই-নাহরিন ১৯০টি, মোঃ সাজেদুল ইসলাম ১৯০টি, সৈয়দ রেদ্ওয়ানুল ইসলাম ১৮৮টি, মাহবুবর রহমান ১৮৪টি, মোহাম্মদ আলী ১৮৪টি, মোঃ দেলোয়ার হোসেন ১৮৩টি, ওয়ালি উল ইসলাম ১৭৬টি, খাজা আসিফ আহমেদ ১৭৪টি, মোশতাক আহমেদ সাদেক ১৭৩টি, সাহেদ আব্দুল খালেক ১৬৯টি, আহমদ রশিদ লালী ১৪২টি ও আব্দুল হক ১৩৮টি ভোট পেয়েছেন।
অপরদিকে পরাজিতদের মধ্যে দিল আফরোজ কামাল ১৩২টি, এম মোয়াজ্জেম হোসেন ১৩২টি, মাসুদুল হক ১২২টি ও কবির আহমেদ ৮৪টি ভোট পেয়েছেন।
এ নির্বাচনে তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন হারুন সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক হারুনুর রশিদ। কমিশনের অন্য দুই সদস্য হলেন- মার্চেন্ট সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক এম কামাল উদ্দিন ও এম অ্যান্ড জেড সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুর উদ্দিন আহমেদ।23/11/16-tr24/ns/-



This post has been seen 299 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১