উপনির্বাচন: ব্রাহ্মণবাড়িয়ায় আ.লীগ ও সুন্দরগঞ্জে জাপা প্রার্থী জয়ী

প্রকাশিত: ১০:৪৮ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০১৮

উপনির্বাচন: ব্রাহ্মণবাড়িয়ায় আ.লীগ ও সুন্দরগঞ্জে জাপা প্রার্থী জয়ী

নিউ সিলেট ডেস্ক :  ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের উপ-নির্বাচনে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফরহাদ হোসেন সংগ্রাম। ৭৪টি কেন্দ্রের মধ্যে সবকটি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে।
নৌকা প্রতীকে ফরহাদ হোসেন সংগ্রাম পেয়েছেন ৮২ হাজার ২৯৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ও জাতীয় পার্টি (জাপা) মনোনীত প্রার্থী রেজওয়ান আহমেদ পেয়েছেন ৩৩ হাজার ৫৮৪ ভোট। যদিও কেন্দ্র দখল, এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়া ও পুলিশের বিরুদ্ধে নৌকা প্রতীকে সিল মারার অভিযোগে ভোটগ্রহণ শেষ হওয়ার কিছুক্ষণ আগে নাসিরনগর প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছেন তিনি।
নির্বাচনে আরেক প্রতিদ্বন্দ্বী ইসলামী ঐক্যজোট মনোনীত প্রার্থী আশরাফুল হক (মিনার) প্রতীক নিয়ে পেয়েছেন দুই হাজার ২৮৭ ভোট।
জেলা নির্বাচন কর্মকর্তা ও উপ-নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. শফিকুর রহমান সাংবাদিকদের এ ফালাফলের তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার সকাল ৮টা থেকে ৭৪টি ভোটকেন্দ্রে একযোগে শুরু হয় ভোটগ্রহণ। বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলে এ ভোটগ্রহণ। দুপুরে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পুলিশ নিজেরাই নৌকা প্রতীকে সিল মেরেছেন বলে অভিযোগ করেন জাপার প্রার্থী রেজওয়ান আহমেদ।
তবে তার এই অভিযোগকে ভিত্তিহীন দাবি করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফরহাদ হোসেন সংগ্রাম সাংবাদিকদের বলেন, তিনি প্রথম থেকে কি বলছেন কি করছেন সেটা বুঝতে পারছেন না। তার মতো একজন জ্যেষ্ঠ রাজনীতিকের কাছে আমি এটা আশা করিনি। তিনি আজকে ভারসাম্যহীনতার পরিচয় দিয়েছেন।
উল্লেখ্য, গত বছরের ১৬ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য ছায়েদুল হক মারা যান। তার মৃত্যুতে আসনটি শূন্য হওয়ায় উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
এ আসনে মোট ভোটার সংখ্যা দুই লাখ ১৪ হাজার নয়জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ১০ হাজার ৪১০ জন ও নারী ভোটার এক লাখ ৩৫ হাজার ৯৯ জন।
এদিকে, গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের দ্বিতীয় উপ-নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৭৮ হাজার ৯২৬ ভোট। তার নিকটতম আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আফরুজা বারী পেয়েছেন ৬৮ হাজার ৯১৩ ভোট। এর আগে গত বছরের ২২ মার্চ প্রথমবার এই আসনের উপ-নির্বাচনে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী সংসদ সদস্য গোলাম মোস্তফা আহমেদের কাছে ৩০ হাজার ৬৯ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন। আর ভোট পড়েছিল ৪৯ দশমিক ৯৭ ভাগ। আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে একটানা চলে বিকেল চারটা পর্যন্ত। এই উপ-নির্বাচনে ১০৯টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়। সুন্দরগঞ্জ উপজেলার ১টি পৌরসভা ও ১৫টি ইউনিয়নে ভোটার রয়েছেন ৩ লাখ ৩৮ হাজার ৫৫৬ জন।
উল্লেখ্য, ২০১৬ সালের ৩১ ডিসেম্বর সরকারদলীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মনজুরুল ইসলাম লিটন দুর্বৃত্তের গুলিতে নিহত হলে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনটি শূন্য হয়। পরে ২০১৭ সালের ২২ মার্চ উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে জয়লাভ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা আহমেদ। তিনিও সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে এক মাস ঢাকায় চিকিৎসাধীন থাকার পর গত বছরের ১৯ ডিসেম্বর মারা যান। ফলে আসনটি আবারও শূন্য হয়।



This post has been seen 386 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১