সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:১৪ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০১৬
নিউ সিলেট ডেস্ক ::::: স্বপ্নের দেশ’ গড়তে রাজনীতির মাঠে নিজ দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর মাধ্যমে জনগণের জন্য কাজ করার ইচ্ছা আলোচিত ধনকুবের মুসা বিন শমসেরের বড় ছেলে ববি হাজ্জাজের। দেশের বর্তমান রাজনৈতিক দলগুলো জনগণের কাঙ্ক্ষিত গণতন্ত্র দিতে পারছে না বলে সোমবার দেওয়া একান্ত সাক্ষাৎকারে মন্তব্য করেন তিনি। প্রকাশিত হল দ্বিতীয় পর্ব :
‘রাজনৈতিক দলগুলো জনগণের জন্য কিছুই করছে না’ অভিযোগ করে ববি বলেন, “বড় দলগুলোর মধ্যে একটা দল সরকার পরিচালনা করছে, তারা তাদের নিজেদের জন্য ‘সরকার’ পরিচালনা করছে। জনগণের জন্য নয়। আর যেটিকে ‘বিরোধী দল’ বলা হয়, সেই বিএনপিও দেশের জনগণের জন্য কিছুই করছে না।
তিনি বলেন, গত সংসদ নির্বাচন নিয়ে প্রশ্ন থাকলেও তার আগের জাতীয় সংসদ নির্বাচন মোটামুটি ঠিক ছিল। ২০০৮-এর সেই নির্বাচনে জনগণ বিএনপিকে দেখিয়েছে তারা জনগণের জন্য কতোখানি অবদান রেখেছে।
‘একটা দুটা দলকে আলাদা না করে আমরা যতদূর দেখি, কোনো দলই দেশের জনগণের জন্য তেমন কিছু করেনি’, মন্তব্য এনডিএমের ভাবি চেয়ারম্যানের।
পরিবর্তনের পক্ষ থেকে নতুন রাজনৈতিক দল করার “স্বপ্নধারী”কে প্রশ্ন করা হয়, তার চোখে দেশের রাজনৈতিক সমস্যা কী? এককথায় উত্তর ববি হাজ্জাজের, ‘জবাবদিহি নেই’। তারপর বলেন, ‘বড় করে বললে গণতন্ত্রই নেই, কারণ জবাবদিহি ছাড়া গণতন্ত্র হয় না।
বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে তিনি কীভাবে তুলনা করবেন? জানতে চাইলে ববি বলেন, ‘একটা হলো এক সপ্তাহের বাসি খাবার, আরেকটা নয়দিনের। আপনি আমার কাছে জানতে চাইছেন, কোনটা খাবেন?’ বলে পাল্টা প্রশ্ন রাখেন ববি।
তিনি বলেন, দুটো দলেরই ঘোষণাপত্র পড়লে খারাপ কিছু দেখা যাবে না। দেশের জন্য অনেক ভালো কিছু করার কথাই লেখা আছে। সেই লেখার প্রতিফলন আমরা বাস্তবে দেখতে পাই না। তাদের লিখিত ফিলোসফি ও বাস্তব ফিলোসফি দুটোর মধ্যে বিশাল ফারাক আছে।
দেশের আইনশৃংখলা পরিস্থিতি সম্পর্কে ববির দাবি, ‘জনগণের যে নিরাপত্তা এনশিউর করা একটা রাষ্ট্রের দায়িত্ব, আমরা দেখছি না সেটা হচ্ছে।
জঙ্গিবাদ নিয়েও ভিন্ন রকম বিশ্লেষণ আছে পাশ্চাত্য শিক্ষা-সংস্কৃতি আর শান-শওকতে বড় হওয়া ‘উদীয়মান’ এই নেতার। তার দাবি, দেশের কোনো রাজনৈতিক দল জঙ্গিবাদের সঙ্গে জড়িত নয়। এটি বৈশ্বিক সমস্যা। তার বিশ্বাস, যদি জঙ্গিবাদকে কোনো রাজনৈতিক দল তার নিজের স্বার্থে ব্যবহার করে থাকে তবে তা দুঃখজনক। এই ব্যবহার যদি শুধু একে অপরকে দোষারোপ করার জন্যও করা হয় সেটাও মানানসই নয়। এটা আমাদের দেশের রাজনীতিবিদদের কাছ থেকে আমরা আশা করি না বলেন ববি।
তবে, দোষারোপের জন্য দোষারোপ করা’র মতো রাজনৈতিক চর্চা এনডিএম কখনো করবে না বলে নিশ্চয়তা দেন তিনি।23/11/16-pb/ns/-
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি