সিলেট ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০১৬
নিউ সিলেট ডেস্ক :::: মঙ্গলবার নিজের সবচেয়ে কঠিন সমালোচক হিসেবে পরিচিত নিউইয়র্ক টাইমস-এর অফিসে যান নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউইয়র্ক টাইমস প্রকাশক আর্থর সুল্জবার্গার, বিভিন্ন বিভাগের সম্পাদক, কলামিস্ট, সাংবাদিকদের সাথে মুক্ত আলোচনায় বসেন তিনি। নিউইয়র্ক টাইমস পড়েন কিনা এটা জিজ্ঞেস করলে পত্রিকাটি কীভাবে অতীতে অনেক জ্বালিয়েছে সেটার কথা স্মরণ করে ট্রাম্প বলেন, ‘নিউইয়র্ক টাইমস না পড়লে আরও বিশ বছর বেশি বাঁচতাম।
নির্বাচনে হিলারি ক্লিন্টনকে সরাসরি সমর্থন জানিয়ে আসছিল দ্য নিউইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট এবং সিএনএন এর মতো মার্কিন সংবাদ মুঘল। বিশেষ করে নিউইয়র্ক টাইমস এর কড়া প্রতিবেদন এবং কলাম ট্রাম্পকে বেশ ভুগিয়েছে। রিয়াল এস্টেট টাইকুন ও ব্যবসায়ী হিসেবে কাজ করার সময়ও নিউইয়র্ক টাইমস ছিল তার কড়া সমালোচক।
৮ নভেম্বরের নির্বাচনে জয়ী হওয়ার পর ট্রাম্প বিভিন্ন সভা করে যাচ্ছেন বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সাথে। সেই ধারাবাহিকতায় মঙ্গলবার ম্যানহাটনে অবস্থিত নিউইয়র্ক টাইমস-এর প্রধান কার্যালয়ে ভিজিট করেন।
দুই পক্ষের মধ্যে ফলপ্রসু আলোচনা হয়েছে বলে জানানো হয়। টুইটার থেকে সরাসরি আপডেট জানিয়েছে নিউইয়র্ক টাইমস। পরে পুরো আলোচনার বিষয়বস্তু প্রকাশ করে পত্রিকাটি। সেখানে দেখা যায় কার্যালয়ে আসার জন্য প্রথমেই ট্রাম্পকে ধন্যবাদ জানান পত্রিকাটির প্রকাশক আর্থর সুল্জবার্গার। সহজে শুরু করার জন্য ট্রাম্পের পেছনে থাকা উইনস্টন চার্চিলের ছবি নিয়ে আলোচনা তোলেন সুল্জবার্গার। ডোনাল্ড ট্রাম্প একজন চার্চিল ভক্ত। সাবেক এই ব্রিটিশ প্রধানমন্ত্রীর একটি ছবি ছিল ওভাল অফিসে। সেটি সরিয়ে ফেলা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প চার্চিলের একটি ছবি রাখবেন বলে জানিয়েছেন।23/11/16-pb/ns/-
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি