খালেদা জিয়ার মুক্তির দাবীতে রিজভীর মিছিল

প্রকাশিত: ১:০২ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০১৮

খালেদা জিয়ার মুক্তির দাবীতে রিজভীর মিছিল

নিউ সিলেট ডেস্ক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে ও ছাত্রদল নেতা জাকির হোসেন মিলন কারা হেফাজতে মারা যাওয়ার বিচারের দাবি জানিয়ে দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীর নেতৃত্বে আবারও ঝটিকা মিছিল হয়েছে। আজ শনিবার সকাল সোয়া ৬টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিছু নেতাকর্মীকে নিয়ে ঝটিকা মিছিল করেন তিনি। মিছিলে বিএনপির সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ, নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা রফিক (দফতরের দায়িত্বপ্রাপ্ত নেতা), এমজি রাসেল, আবুল কালাম প্রমুখ অংশ নেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, পল্টন অফিস থেকে মিছিলটি বেরিয়ে দ্রুত স্কাউট ভবনের দিকে ছুটে গিয়ে একটি গলিতে মিলিয়ে যায়। ভোরের আলো ফুটতে ফুটতে পুলিশের চোখ ফাঁকি দিয়ে গত এক সপ্তাহের মধ্যে এটি ছিল রিজভীর নেতৃত্বে দ্বিতীয় ঝটিকা মিছিল।
মিছিলে অংশ নেওয়া বিএনপির নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীর নেতৃত্বে আজ সকাল ৬টা ২৫ মিনিটে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আমাদের ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়।pb/ns/-



This post has been seen 337 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১