রাজধানীতে সন্ত্রাসীদের গুলিতে ডিবির পরিদর্শক নিহত

প্রকাশিত: ১১:১০ পূর্বাহ্ণ, মার্চ ২০, ২০১৮

রাজধানীতে সন্ত্রাসীদের গুলিতে ডিবির পরিদর্শক নিহত

নিউ সিলেট ডেস্ক : রাজধানীর মিরপুরের মধ্য পীরেরবাগের আলীমুদ্দীন স্কুলের পাশে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে গোয়েন্দা পুলিশের (ডিবি) এক পরিদর্শক নিহত হয়েছেন। নিহত জালাল উদ্দিনের বাড়ি ঝিনাইদহের কালিগঞ্জে। গতকাল সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।এসময় পুলিশের আরও এক সদস্য গুলিবিদ্ধ হয়েছে।
নিহত জালাল উদ্দিন ১৯৮৯ সালে কনস্টেবল পদে যোগদান করে তিনি। দুই মাস আগে পদোন্নতি পেয়ে তিনি ডিবিতে আসেন।
মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আকলিমা জানান, তিন তলা ভবনটির তৃতীয় তলায় সন্ত্রাসীরা অবস্থান করছিল। ডিবি পুলিশের দলটি তৃতীয় তলায় উঠার মুখে সন্ত্রাসীরা টের পেয়ে তাদের ওপর গুলি ছোড়ে। এতে পুলিশও পাল্টা গুলি ছুড়ে। এ সময় পুলিশের দুই সদস্য গুলিবিদ্ধ হয়। এদের মধ্যে একজনকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
ঘটনার পর সেখানে উপস্থিত হয়ে ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া জানান, বাড়িটিতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানকালে সন্ত্রাসীরা পুলিশের ওপর চালায়।dt/ns/-



This post has been seen 505 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১